১৪ এপ্রিল, বাংলার নতুন বন্দে ভারত নিয়ে জল্পনা! চলবে এই রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে স্বপ্নের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শুধু ভারতীয় নাগরিকরা নয়, বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের (Indian Railways) অক্লান্ত পরিশ্রমের ফল। অক্লান্ত পরিশ্রমের ফল বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের ১৩ টি রুটে চলাচল করছে। এবার ১৪ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হবে ১২ এপ্রিল বুধবার। দিল্লি থেকে আজমের পর্যন্ত যাতায়াত করবে ট্রেনটি।

Advertisements

অন্যদিকে সবকিছু ঠিক থাকলে ১৫ নম্বর বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে আগামী ১৪ এপ্রিল। নববর্ষের ঠিক আগের দিন নতুন একটি বন্দে ভারতের সূচনা হবে বাংলা থেকে। অন্ততপক্ষে সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে মার্চ মাসের শেষের দিকে যে খবর সম্প্রচারিত করা হয়েছিল সেই অনুযায়ী দিনটি একপ্রকার নিশ্চিত।

Advertisements

১৪ এপ্রিল যে বন্দে ভারতের সূচনা হবে সেই ট্রেনটি দেশের ১৫ নম্বর বন্দে ভারত ছাড়াও পূর্ব ভারতের দ্বিতীয় বন্দে ভারত হতে চলেছে। পূর্ব ভারতের দ্বিতীয় এই বন্দে ভারত চলবে পশ্চিমবঙ্গ থেকে। বাংলার দ্বিতীয় এই বন্দে ভারত যাতায়াত করবে নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত।

Advertisements

ট্রেনটির সূচনা হবে গুয়াহাটিতে। সপ্তাহে ছয় দিন ট্রেনটি গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাতায়াত করবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার হলেও এই রুটে ট্রেনটি ছুটবে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে।

যদিও ১৪ এপ্রিল এই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের কথায়। কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসমে আশা নিয়ে যে সূচি পেশ করেছেন তাতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের কোন উল্লেখ নেই। জানা যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে দুটি বন্দে ভারত চালুর কাজ চলছে। তবে সেই কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই কাজ সম্পূর্ণ না হলে বন্দে ভারত চালু করা অসম্ভব। যদিও বিষয়টি মানতে নারাজ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

তবে সে যাই হোক, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে তার সম্ভাব্য সময়সূচী হিসাবে জানা যাচ্ছে, সকাল ৬ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এবং ট্রেনটি বেলা ১২ টা ৩০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছাবে। এদিকে দুপুর ১ টা ৩০ মিনিটে গুয়াহাটি থেকে ছাড়বে এবং নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে।

Advertisements