Spend only 10 rupees and visit this mind-blowing travel spot: খাদ্যপ্রেমীরা যেমন খেতে ভালোবাসেন তেমনি ভ্রমণপ্রেমীরা ভালবাসেন ঘুরতে। দু-একদিনের ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। ভ্রমণপ্রেমী বাঙ্গালীদের বর্তমানে দু-একদিনের ছুটি কাটানোর অন্যতম জায়গা হলো দীঘা-পুরী। তবে দীঘা-পুরী তো অনেক হলো গরমের ছুটিতে দু-এক দিন কাটানোর জন্য ঘুরে আসতে পারেন কলকাতার এই জায়গা থেকে। যেখানকার মনোরম পরিবেশসহ আধুনিক পরিষেবা মুগ্ধ করবে আপনাকে। কোথায় রয়েছে এই ভ্রমণ স্থান (Travel Spot)? সেখানে কি কি পরিষেবা মিলবে? কত টাকাই বা খরচ হবে? রইল বিস্তারিত বিবরণ।
যেসব ভ্রমণপ্রেমীরা কম খরচে ভালো পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য অন্যতম ভ্রমণ স্থান হল পুজালির নেতাজি পার্ক। যা কলকাতার কাছেই গঙ্গার পাড়ে অবস্থিত এই মনোরম উদ্যান। যদি সঠিক স্থান বলতে হয় তাহলে বলতে হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম শহর বজবজে অবস্থিত এই পর্যটন কেন্দ্র (Travel Spot)। যা বর্তমানে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে।
খুব বেশি দিন না, হাতে অল্প সময় নিয়েই ঘুরে আসা যাবে এই মুক্ত পরিবেশ থেকে। খরচও খুব একটা না। এই পার্কে প্রবেশ করতে খরচ মাথাপিছু মাত্র ১০ টাকা। পাওয়া যাবে আধুনিক পরিষেবা। এছাড়াও পর্যটকরা যদি দূরবর্তী স্থান থেকে এখানে ঘুরতে আসেন তাহলে রুম ভাড়া নিতে পারেন। সেক্ষেত্রে রুমের ভাড়া মাত্র ১০০০ টাকা থেকে শুরু।
আরও পড়ুন ? 3 Best Travel Spots: সিকিম, দার্জিলিং অতীত! এবার গরমের ছুটিতে মন জুড়িয়ে দেবে এই ৩ জায়গা
কি কি রয়েছে এই মনোরম উদ্যানে (Travel Spot)? পুজালির এই পার্কে এলে মিলবে গ্যালারি, বাচ্চা এবং বড়দের চাপার জন্য দোলনা। পাশাপাশি যুগলে বসার জায়গা। যেখানে নিরিবিলি পরিবেশে কাছের মানুষের সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে কাটানো যাবে। এছাড়াও এই পার্কের গাছের সারির দৃশ্য চোখ জুড়িয়ে দেবে। পাশাপাশি নৌকা ভ্রমণের সুযোগ মিলবে এই পার্কে।
তবে শুধু ঘুরে বেড়ানো নয়, পূজালির এই পার্কে ঘুরতে এলে ঘুরে বেড়ানোর পাশাপাশি আনন্দ, মজা খাওয়া-দাওয়া, মনের মানুষের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানো সবকিছুই উপভোগ করতে পারবেন। তবে ১২ মাসের মধ্যে এপ্রিল মাসে এই পর্যটন কেন্দ্রে (Travel Spot) ভালই পর্যটকদের ভিড় জমে। সপ্তাহের ৭ দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। বন্ধু, ফ্যামিলি বা কাছের মানুষের সাথে সময় কাটানোর জন্য দারুন মনোরম পরিবেশ এই পুজালির নেতাজী পার্ক। খরচও পকেট ফ্রেন্ডলি।