৫০০০ টাকা বিনিয়োগেই এই ব্যবসায় লাখ লাখ টাকা আয়, লোকসানের গল্পই নেই

কম টাকা ইনভেস্ট করে ব্যবসা (Start own Business) শুরু করার পরিকল্পনা থাকলে রয়েছে দারুন একটি বিজনেস আইডিয়া (Start Small level business)৷ মাত্র ৫০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে কোটিতে আয় (Earn Money) করতে পারবেন৷ কম বাজেটে মোমোর ব্যবসা (Momo’s business) শুরু করে বিপুল টাকা আয় করার সুযোগ রয়েছে।

ব্যবসা শুরু করতে হলে চাই বড়সড় পুঁজি। এই ধারণা এখন বদলে গিয়েছে। সামান্য প্রচেষ্টা আর উপযুক্ত পরিকল্পনা থাকলেই আজ জমিয়ে ব্যবসা করা যায়। বিশেষ করে ছোট ব্যবসা। আজ এখানে এমন একটি ব্যবসার কথা বলা হচ্ছে , যেটি এই মুহূর্তে ট্রেন্ডিং। এটি থেকে কোটি টাকা আয় করতে পারেন কোনও ব্যক্তি।

মোমোর ব্যবসায় সফলতা পাবার কয়েকটি উপায় আছে। যেগুলি হলো –
১) প্রথমে ব্যবসার জন্য একটি আকর্ষণীয় নাম রাখতে হবে।

২) এরপর মোমোর ভালো মেনু বানাতে হবে৷

৩) আপনার শহর অনুযায়ী কী দাম হবে সেটা সেট করতে হবে৷

৪) প্রথম দিকে কম মোমো তৈরি করবেন ৷ পরে কাস্টোমার অনুযায়ী বাড়াতে পারেন৷

৫) কোয়ালিটির উপর বিশেষ নজর রাখতে হবে।

আর ব্যবসা শুরু করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন, শুরুতে কম পরিমাণে মোমো বানাতে পারেন। পরে কাস্টমার অনুযায়ী মোমো বাড়াতে পারেন। তবে মোমোর মানের সঙ্গে কোনও আপোষ করা চলবে না। অন্যদিকে বর্তমানে ডিজিটালের যুগ, তাই বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে ব্যবসার প্রোমোশন না করলে চলবে না।

বিভিন্ন ধরনের খাবারের চাহিদা সব সময়ই থাকে ৷ কিন্তু বেশি বাজেট না থাকায় অনেকেরই ব্যবসা শুরু করার ইচ্ছে থাকলে সেটা শুরু করতে পারেন না ৷ মোমোর ব্যবসা করার আরও একটি সুবিধা হল এটা মাত্র ৫০০০ টাকায় শুরু করা যাবে ৷ মোমো স্ট্রিট ফুডের মধ্যে বেশ জনপ্রিয় একটি খাবার ৷ আপনি দেশের যে কোনও শহরে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷