নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালে পশ্চিমবঙ্গে শাসক দল হিসেবে তৃণমূল আসার পর থেকেই রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। বর্তমানে পঞ্চাশের বেশি জনকল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে রাজ্য সরকারের। তবে এরপরেও কিন্তু নতুন নতুন প্রকল্প চালু করার ক্ষেত্রে এতোটুকু খামতি রাখছে না রাজ্য সরকার।
মাস কয়েক আগেই রাজ্য সরকারের তরফ থেকে যোগ্যশ্রী (Yogyashree Scheme) নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের মধ্য দিয়ে বহু পড়ুয়ারা রয়েছে যারা নিজেদের প্রশিক্ষিত করে তোলার জন্য নানান ধরনের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নিয়মে বদলানোর (Yogyashree Scheme Rules Changed) ঘোষণা করলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার ফলে এই প্রকল্পের আওতায় এবার ঢালাও সুবিধা বেড়ে গেল। আগে যারা এই প্রকল্পের সুবিধা পেতেন না এবার তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে যে যোগশ্রী নামে প্রকল্প চালু করা হয়েছিল সেই প্রকল্পের আওতায় এতদিন তপশিলি জাতি ও জনজাতির পড়ুয়ারায় সুযোগ পেতেন। কিন্তু এবার নতুন ঘোষণায় সুযোগ পাবেন জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ শ্রেণীর পড়ুয়ারা এবং তার সঙ্গে সুযোগ পাবেন সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া পড়ুয়ারাও।
সব ধরনের পড়ুয়াদের এই প্রকল্পের সুবিধা প্রদানের পাশাপাশি আরো একটি ক্ষেত্রে সুবিধা বাড়িয়ে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। এর আগে পর্যন্ত একাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের সুবিধা পেত। কিন্তু এবার নিয়মে যে বদল আনা হয়েছে তাতে বাকিরাও এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ প্রশিক্ষণ নিতে পারবে। মঙ্গলবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল ঘোষণা করেছেন।
যোগ্যশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। আইআইটি এন্ট্রান্স থেকে শুরু করে নিট-এর মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাঠ্যপুস্তকের বাইরেও আরো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রয়োজন হয়। কিন্তু অনেকেই রয়েছেন যারা আর্থিক অস্বচ্ছলতার কারণে এই ধরনের ট্রেনিং নিতে পারেন না। আর এই ধরনের পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্যই রাজ্য সরকার এমন প্রকল্প চালু করেছে।