DA West Bengal: DA নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য, এবার জানানো হলো গুরুত্বপূর্ণ এই তথ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য DA-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন। এই আন্দোলন চলার মধ্যেই ডিসেম্বর মাসের শেষের দিকে প্রথমবার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির (DA West Bengal) ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সেই দিয়ে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়।

Advertisements

তবে যেখানে কেন্দ্র সরকার এবং দেশের বেশ কিছু রাজ্যের রাজ্য সরকার ৪৬ শতাংশ হারে DA দিচ্ছে, সেই জায়গায় DA বাড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের কপালে জুটছে মাত্র ১০%। স্বাভাবিকভাবেই এই পার্থক্য কোন মতেই হজম করতে পারছিলেন না সরকারি কর্মচারীরা। যে কারণে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে শুরু করে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারি মাসে ফের একবার DA বৃদ্ধি করার ঘোষণা করা হয় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে।

Advertisements

অন্তর্বর্তী বাজেটে নতুন করে ৪ শতাংশ DA বৃদ্ধি করার ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের কপালে ১৪ শতাংশ DA জোটে। তবে এখনো কিন্তু ১৪ শতাংশ DA পাওয়া শুরু হয়নি। এখনো রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ DA পাচ্ছেন। এবার এই নিয়েই নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আর সেই বিজ্ঞপ্তিতেই জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কবে থেকে নতুন হারে DA পাওয়া শুরু হবে?

Advertisements

আরও পড়ুন ? Forest Volunteers Recruitment: ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য, জেনে নিন কত পাবেন বেতন, কতদিন থাকবে চাকরির মেয়াদ

মার্চ মাসের ১ তারিখ অর্থাৎ শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে যে DA বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে তা কার্যকর হবে ২০২৪ সালের ১ মে থেকে। অর্থাৎ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মে মাস থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ হারে DA পেতে শুরু করবেন। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা DA পাচ্ছেন ১০%। যা গত বছর পর্যন্ত ছিল মাত্র ৬%।

বর্তমানে যে হারে DA পাওয়া যাচ্ছে তার সঙ্গে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। এক্ষেত্রে যাদের বেসিক বেতন ২০ হাজার টাকা তারা বাড়তি ৮০০ টাকা হাতে পাবেন। ২০ হাজার টাকা যাদের বেতন তারা DA ১৪% হওয়ার পর ডিএ বাবদ হাতে পাবেন ২৮০০ টাকা। স্বাভাবিকভাবেই বোঝা যায় DA কতটা গুরুত্বপূর্ণ যে কোন সরকারি কর্মচারীদের কাছে।

Advertisements