মৎস্যজীবীদের জন্য ৫ লক্ষ টাকার সুবিধা ঘোষণা নবান্নের, রইলো আবেদন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের নাগরিকদের জন্য নানান সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এ সকল নাগরিকদের মধ্যে এবার মৎস্যজীবীদের জন্য আলাদা করে বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা করলো নবান্ন। রাজ্যের প্রায় ১৫ লক্ষ মৎস্যজীবীরা নবান্নের ঘোষণা অনুযায়ী ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।

Advertisements

রাজ্যের ১৫ লক্ষ মৎস্যজীবীদের পাঁচ লক্ষ টাকার এই সুবিধা দেওয়া হবে মূলত বীমা প্রকল্পের মধ্য দিয়ে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার পরিপ্রেক্ষিতে তা মৎস্যজীবীদের কাছে সুখবর বলেই মনে করা হচ্ছে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে মৎস্যজীবীদের প্রকল্পে নাম নথিভূক্ত করতে হবে।

Advertisements

নাম নথিভূক্ত করার জন্য মৎস্যজীবীদের নভেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে সেখানে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে নাম নথিভুক্ত করতে হবে। মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণা আগেই রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে এবং এখন তাদের এই বীমা প্রকল্পের আওতায় এনে আরও এক মাস্টারস্ট্রোক দিল মমতা সরকার।

Advertisements

তবে এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মৎস্যজীবীদের যুক্ত করা হবে বলেই জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। দুয়ারে সরকার শিবিরে এই সকল মৎস্যজীবীদের তথ্য ভান্ডার তৈরি হলে বাকিদেরও একই সুবিধা দেওয়া হবে।

এই প্রকল্পের আওতায় যে সকল মৎস্যজীবীরা নিজেদের নাম নথিভূক্ত করবেন তারা দুর্ঘটনায় মারা গেলে তাদের পরিবার ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে এই সকল মৎস্যজীবীরা ৫০০০০ টাকা পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এছাড়াও বেশকিছু ক্ষেত্রে চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা করেও দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। মৎস্যজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন এবং তাদের এই ঝুঁকির কথা মাথায় রেখেই এমন প্রকল্পের চিন্তাভাবনা করা হয়েছে বলে জানানো হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে।

Advertisements