This time, the state initiative is considering to built Siliguri-Gajoldoba Road: উত্তরবঙ্গের পর্যটন শিল্প বর্তমানে যথেষ্ট উন্নত। সেই পর্যটন শিল্পকে আরো উন্নত করে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বিভিন্ন প্রকল্প চালু করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি হলো গাজলডোবার মেগা টুরিজম হাব, ভোরের আলো কটেজ, যুবকল্যাণ দফতরের আবাসন ইত্যাদি। এবার রাজ্যের উদ্যোগে শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার সরাসরি রাস্তা (Siliguri-Gajoldoba Road) চালু করার চিন্তা করা হচ্ছে।
জানা যাচ্ছে প্রায় দেড় বছর সময় ধরে বন্ধ হয়ে পড়ে থাকা দুটি সেতুর সংস্কারের জন্য ইতিমধ্যেই চাওয়া হয়েছে দরপত্র। প্রথমে সেতু দুটির সংস্কারের কাজ করা হবে এবং এই কাজ শেষ হলে আবার চালু করা হবে নতুন উড়ালপুলটিকে। প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে গত দেড় বছর ধরে এই প্রকল্পের জন্য প্রশাসনিক প্রক্রিয়া ও নানা জটিলতা চলছে। অবশেষে পূর্ত দফতরের তরফ থেকে এই রাস্তার জন্য (Siliguri-Gajoldoba Road) প্রায় ১৪ কোটি টাকার টেন্ডার জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সেতু বন্ধ থাকার ফলে সাধারণ যাত্রী থেকে শুরু করে পর্যটকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জানা যাচ্ছে এই মাসের শেষে টেন্ডার এর প্রক্রিয়া সম্পন্ন হলে মার্চ মাস থেকে এই রাস্তা ও সেতু নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত দুটি সেতুর উপরের বড় অংশ অর্থাৎ ডেক ও গার্ডার কে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে ১১ কিমি ঘুরপথে গজলডোবা পৌঁছে সেখান থেকে ডুয়ার্স যেতে হয়, যা যাত্রীদের জন্য অত্যন্ত সমস্যাজনক বিষয় হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন ? NBSTC Bus Service: আরও সহজে যাওয়া যাবে উত্তরবঙ্গের কোচবিহার, আসছে নতুন বাস
শুধু তাই নয়, ঘুরপথের ৮ কিমি রাস্তা আবার ধুলো বালি ও খানা খন্দে পরিপূর্ন হওয়ার কারণে গাড়ি, ট্রাক নিয়মিত খারাপ হওয়ার সমস্যা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। আমবাড়ি রেলগেটেও সারাদিনে বারবার গাড়ি আটকে থাকছে। এতে পর্যটক দের পাশাপাশি স্থানীয় মানুষদের মনেও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। “বালাসনের মতো সেতু পূর্ত দফতর ছয় মাসে ঠিক করে ফেলেছে। এ ক্ষেত্রে এত দেরি হল কেন?”
যদিও স্থানীয় মানুষদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পূর্ত দফতরের জলপাইগুড়ি হাইওয়ে ডিভিশনের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার দীপক সিংহ। তিনি বলেছেন “টেন্ডার হয়ে গিয়েছে। মার্চ থেকে কাজ শুরু হবে বলে আশা করছি। দুটি সেতুর উপরের অংশ নতুন করে তৈরি হবে।” তিনি জানিয়েছেন এই সেতু গুলি সেচ দপ্তরের অধীন থেকে পূর্ত দপ্তরের হাতে এসেছে। সমস্ত প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লেগে গেলো। তবে অতি দ্রুত শিলিগুড়ি থেকে সরাসরি গজলডোবা পর্যন্ত রাস্তা (Siliguri-Gajoldoba Road) ও সেতু সংস্কারের কাজ শুরু হবে।