State with Multiple Capital: একটি নয়, দুটিও নয়, ভারতের এই রাজ্যের রাজধানী তিন তিনটে

State with Multiple Capital in India: আমাদের কম-বেশি সকলেরই সাধারণ জ্ঞান রয়েছে। তবে তা খুব প্রখর নয়। যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষাতে এই সাধারণ জ্ঞান বা জিকে অন্যতম একটি বিষয়। যে বিষয় থেকে দেশ-বিদেশের নানান প্রশ্ন আসে। ফলে সাধারণ জ্ঞান আমাদের চাকরির পরীক্ষায় যেমন সাহায্য করে তেমনি আমাদের জ্ঞান বাড়াতেও অত্যন্ত সাহায্যকারী। তেমনই আজকের প্রতিবেদনে একটি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জানানো হয়েছে। যা চাকরির পরীক্ষাতে কাজে লাগতে পারে।

এমন কিছু কিছু সাধারণ বিষয় থাকে যার উত্তর আমাদের কাছে অজানা। তেমনি একটি বিষয় হলো রাজ্যের রাজধানী। আমরা সকলেই জানি এক্টি দেশের প্রত্যেক রাজ্যের রাজধানী থেকে থাকে। তবে কখনো দেখা যা যে, কোনো কোনো রাজ্যের আবার দুটি করে রাজধানী রয়েছে। তবে ভারতে এমন একটি রাজ্য রয়েছে, যে রাজ্যের রাজধানী একটি বা দুটি নয়, তিন তিনটে রাজধানী (State with Multiple Capital)। জানা আছে এমন তথ্য? জানা না থাকলে এখনই জেনে নিন।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতবর্ষে ২৮টি অঙ্গরাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমান। দেশের যেমন রাজধানী রয়েছে তেমনি এই অঙ্গরাজ্য বা রাজ্যেরও আলাদা আলাদা রাজধানী রয়েছে। কোনো রাজ্যের একটি রাজধানী রয়েছে তো কোনো রাজ্যের দুটি। তবে কখনো কি শুনেছেন একটি রাজ্যের তিনটি রাজধানী? বিষয়টি অবাক করার হলেও সত্যি যে, ভারতবর্ষের একটি রাজ্যের রাজধানীর সংখ্যা মোট তিনটি (State with Multiple Capital)। মূলত কার্যবিশেষে এই রাজ্যের তিনটি রাজধানী রয়েছে।

আরও পড়ুন 👉 Former Capital of India: শুধু কলকাতা, দিল্লি নয়, এই শহরও ছিল ভারতের রাজধানী, জানেন না আপনিও

কি নাম সেই রাজ্য়ের? ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী রয়েছে তিনটি (State with Multiple Capital)। প্রথম রাজধানী বিশাখাপত্তনম, দ্বিতীয় রাজধানী অমরাবতী এবং তৃতীয় রাজধানী কুর্নুল। তবে কার্যবিশেষে এই তিন রাজধানীতে তিন ধরনের কার্যসম্পাদন করা হয়।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাজধানী হল রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্ম সম্পাদনের জায়গা। রাজ্যের বিধানসভা রয়েছে অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় রাজধানী অমরাবতীতে। যেখানে রাজ্যের নানান সমস্যার বিস্তারিত আলোচনা চলে। তৃতীয় রাজধানী কুর্নুলে অবস্থিত রাজ্যের হাইকোর্ট। যেখানে বিভিন্ন ঘটনার সিদ্ধান্ত নেওয়া এবং শুনানি প্রকাশিত হয়। তাহলে সাধারণ জ্ঞানের (General Knowledge) এই প্রশ্নের উত্তর আপনিও জেনে গেলেন। এখন এই প্রশ্ন যে কাউকে জিজ্ঞাসা করে উত্তর জানিয়ে দিতে পারেন।