Sealdah Station: শিয়ালদা স্টেশনে নতুন বিপত্তি! ক্ষতির মুখে রেলের লক্ষ লক্ষ টাকার সামগ্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যস্ততম রেল স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম ব্যস্ত রেল স্টেশন হলো শিয়ালদা (Sealdah Station)। শিয়ালদা দেশের পুরাতন রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম একটি রেলস্টেশন হওয়ার পাশাপাশি ব্যস্ত রেলস্টেশন হওয়ার কারণে এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী উঠানামা করেন। এই সকল যাত্রীদের স্বাচ্ছন্দের জন্য রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisements

তবে দেশের অন্যতম ব্যস্ত এই রেলস্টেশন সম্প্রতি এমন কয়েকটি ঘটনার মুখোমুখি, যার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে যাত্রীদের, ঠিক সেই রকমই আবার রেলের লক্ষ লক্ষ টাকার সামগ্রী ক্ষতির মুখে। শিয়ালদা স্টেশনে সম্প্রতি ঘটে যাওয়া এই ধরনের ঘটনায় রীতিমতো মাথায় বাজ পড়েছে রেলের, কেননা সিসিটিভি ক্যামেরায় মুড়ে থাকা এই রেলস্টেশনে এমন ঘটনা ঘটবে তা ভাবনাতীত।

Advertisements

ট্রেনে যাতায়াত করার সময় স্টেশনে নামা ওঠা অথবা চলন্ত ট্রেনেই অনেক সময় নানান ধরনের জিনিসপত্র চুরির ঘটনা ঘটে থাকে। এই সকল চুরির ঘটনায় রয়েছে পকেটমারি, ব্যাগ পত্র চুরি করে নিয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু এবার শিয়ালদা স্টেশনে যে ঘটনা ঘটেছে তা রীতিমতো অবাক করা। আর এই অবাক করা কান্ডের পরিপ্রেক্ষিতেই এখন শিয়ালদা স্টেশনে বেড়েছে বিপত্তি, ক্ষতির মুখে রেলের লক্ষ লক্ষ টাকার সামগ্রী। কেননা শিয়ালদা স্টেশন থেকে এবার পানীয় জলের কল চুরি যাওয়ার মতো ঘটনা সামনে এসেছে।

Advertisements

আরও পড়ুন ? History of Sealdah Station: শিয়ালদাহ স্টেশনের নাম কোথায় থেকে এসেছে? জড়িয়ে রয়েছে ১৫৫ বছর আগের ইতিহাস

তীব্র গরম এবং বিপুল সংখ্যক যাত্রীদের যাওয়া আসার কথা মাথায় রেখে তাদের যাতে পানীয় জল নিয়ে কোন সমস্যা না হয় তার জন্য পূর্ব রেল শিয়ালদা স্টেশনে মাস খানেক আগে ১২টি আধুনিক পানীয় জলের কলের ব্যবস্থা করেছিল। যেগুলি কুলার সিস্টেমের। যেগুলির মধ্যে বেশকিছু নতুন এবং বেশ কিছু পুরাতন মেশিন মেরামত করানো। যেগুলি থেকে ঠান্ডা পানীয় জল পান করে হাজার হাজার যাত্রীরা তৃপ্তি পাচ্ছিলেন। কিন্তু এই সকল আধুনিক কুলার যন্ত্রগুলি থেকে যাত্রীদের কেউবা কারা কল চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছেন।

জানা যাচ্ছে, রেলের তরফ থেকে এই ধরনের এক একটি পানীয় জলের কুলার মেশিন ইন্সটল করার জন্য যন্ত্র পিছু ১.২ লক্ষ টাকা করে খরচ করেছিল। তবে এখন এই খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে রেল এবং খতিয়ে দেখে জানতে পারে, কল চুরি হয়ে যাওয়ার কারণে মেশিনগুলি বিকল হয়ে পড়ে রয়েছে। কেননা কল না থাকার কারণে যাত্রীরা আর ওই সকল যন্ত্র থেকে ঠান্ডা পানীয় সংগ্রহ করতে পারছেন না। তবে কারা এই ধরনের ঘটনা ঘটালেন সেই বিষয়টি নিয়ে এবার রেলের তরফ থেকে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Advertisements