Steps to generate electricity from Garbage by Kolkata Municipal Corporation: বর্তমানে যে কোন জিনিস রি সাইকেলিং এর মাধ্যমে পুনঃব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা চলছে সারা পৃথিবী জুড়ে। সেরকমই আরো একটা উদ্যোগ নিল কলকাতা পুরসভা। বর্জ্য পদার্থ অর্থাৎ ফেলে দেওয়া জঞ্জাল থেকে এক নতুন পদ্ধতিতে বিদ্যুৎ (Electricity from Garbage) উৎপন্ন করার চেষ্টা করছে তারা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নতুন একটি প্ল্যান্ট তৈরি করা প্রয়োজন। প্রথমদিকে বিদ্যুৎ তৈরির জন্য এক হাজার মেট্রিক টন বর্জ্য ব্যবহার করা হবে বলে জানা গেছে। প্রকল্পে সফলতা পাওয়ার পর এই বর্জ্য পদার্থের পরিমাণ আরো বাড়ানো হবে যাতে আরো বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়।
সুব্রত মুখোপাধ্যায় মেয়র পদে থাকাকালীন এই প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছিল। যে সমস্ত এলাকায় এই ধরনের প্রকল্প রয়েছে সেখানকার কর্মকর্তাদের সাথে আলোচনাও করেছিলেন পুরো কর্তারা। কিন্তু নানা কারণে এই প্রকল্পটি তখন সফলতা পায়নি। এদিকে ধাপার মাঠে বর্জ্য পদার্থের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। তাই আবার নতুন করে এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরসভা। আর এইবার কলকাতা পৌরসভার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সহযোগী সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড।
অবশ্য বর্তমানে ধাপার পরিস্থিতি অনেকটাই পরিবর্তন করা হয়েছে। ৬০ একর জমি জুড়ে বিস্তৃত এই ধাপার মাঠের বর্জ্য পদার্থ গুলির উপরে বায়ো মাইনিং পদ্ধতিতে কৃত্রিমভাবে সবুজ ঘাস বসানো রয়েছে। এর ফলে ধাপার মাঠের সেই নির্দিষ্ট অংশটিকে দেখতে লাগছে সাজানো বাগানের মত। সবুজ ঘাসের মাঝখানে ব্লকের রাস্তা, জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। ধাপার মাঠের এই বর্জ্য পদার্থ গুলির পরিমাণ কমানোর জন্য সেগুলোকে নানাভাবে রিসাইকেলিং করা হচ্ছে যেমন বায়ো গ্যাস, জৈব গ্যাস তৈরি করা হচ্ছে। চেয়ার, টেবিল, ফুলদানি ইত্যাদি নানা জিনিস তৈরি করতেও এই বর্জ্য পদার্থ ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন ? WBSEDCL Recruitment 2024: মাসে মাসে মিলবে ৯০০০ টাকা, রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির সুযোগ দিচ্ছে সরকার
এত কিছুর পরেও দৈনিক দেড় হাজার মেট্রিক টন বর্জ্য পদার্থ ধাপার মাঠে রয়ে যাচ্ছে আর সেটাকে ব্যবহার করার জন্যেই বিদ্যুৎ (Electricity from Garbage) তৈরীর এই নতুন প্রকল্প গ্রহণ করতে চাইছে কলকাতা পৌরসভা। বিদ্যুৎ (Electricity from Garbage) তৈরির ঐ প্ল্যান্টটি বানানোর জন্য ধাপার মাঠ থেকে বর্জ্য পদার্থ সরানোর জন্য একটি সংস্থার সাথে কথা বলেছে কলকাতা পৌরসভা। সেই সংস্থাটি ৪০ লক্ষ টন বর্জ্য পদার্থ ধাপার মাঠ থেকে সরাবে।
কিন্তু বিদ্যুত তৈরি করার প্ল্যান্টটি ধাপার মাঠেই তৈরি করা হবে, নাকি অন্য কোথাও তৈরি করা হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি এবং উৎপাদিত বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করা হবে সে বিষয়েও কোন স্বচ্ছ ধারণা দেওয়া হয়নি কলকাতা পৌরসভার তরফ থেকে। বিশেষজ্ঞদের মতে, কলকাতা পৌরসভার এই উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। এতে পৌরসভার কিছু আয় হবে এবং বেশ কিছু কর্মী নিয়োগের মধ্যে দিয়ে বেকারত্বের পরিমাণ কিছুটা হলেও কমানো সম্ভব হবে।