Stock market of China is about to plunge into a financial recession: বর্তমানে ভারতীয় অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে ভারতের স্থান এখন খুবই মজবুত। বিগত বছরে ভারতের শেয়ার মার্কেট উচ্চতার শিখরে পৌঁছেছে, ভেঙেছে বহু রেকর্ড। সেই কারণে বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। ভারতের এই শক্তিশালী অর্থনীতির ফলে বহু বিদেশী বিনিয়োগকারীরা অন্যান্য দেশের তুলনায় ভারতে বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।
আশ্চর্যজনক ঘটনা হলো, দেশের সেনসেক্স প্রথমবারের জন্য পৌঁছে গেছে ৭২,০৩৮.৪৩ পয়েন্টে। এমনকি নিফটিতেও সর্বাধিক পয়েন্ট ছুঁয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের ফলে ২০২৩ সালে ভারতীয় শেয়ার মার্কেট যেন প্রথমবারের জন্য নতুন রেকর্ড করেছে। পাশপাশি FPIs ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগ করেছে মোট ১.৭১ লাখ কোটি টাকা। বিদেশি বিনিয়োগকারীদের আস্থার ফলে ভারতীয় অর্থনীতি আরো শক্তিশালী হয়ে উঠবে।
বিশ্বের আরও একটি শক্তিশালী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। বহু বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছে চীনের (China Stock Market) উপর থেকে। যারফলে তারা চীনের পরিবর্তে বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছে ভারতকে। ভারতের শেয়ারবাজারের মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৮২ লাখ কোটি টাকা। কারণ সেনসেক্স এবং নিফটি বেড়ে দাঁড়িয়েছে ১৭.৩ শতাংশ এবং ১৮.৫ শতাংশ।
আরও পড়ুন ? চিনের ঘাড়ে ফেলবে নিঃশ্বাস! মোদির আমলে ভারতের GDP বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত দিল RBI
অবাক করা ঘটনা হলো বিগত বছরে চীনের অর্থনীতিতে দেখা দিয়েছে বড় রকম পতন, পড়ে গেছে শেয়ার বাজার। চিনের ব্লু চিপ সিএসআই ৩০০ সূচক ১১শতাংশ হ্রাস পেয়েছে। হংকংয়ের হ্যাং সেং হ্রাস পেয়েছে ১৪ শতাংশ। শি জিনপিং সরকারের উদ্বেগ বেড়ে গেছে চীনের অর্থনৈতিক পতনের ফলে। চাহিদা কম থাকায়, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি ও বহু বিদেশি কোম্পানি চীন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানিগুলো নাড়িয়ে দিয়েছে চীনের স্টক মার্কেটকে (China Stock Market)।
চীনের বেহাল পরিস্থিতি ভারতের জন্য লাভজনক হয়েছে। FPIs ভারতীয় বাজারে বিনিয়োগের প্রধান কারণ হলো, চীনের অর্থনৈতিক মন্দা এবং চীনা সরকারের হস্তক্ষেপ। তাই তারা ব্যবসা গুটিয়ে চলে আসার পরিকল্পনা করছে ভারতে। ভারতের শক্তিশালী দেশগুলোর মধ্যে চীনের স্থান কিন্তু অনেকটাই উপরে। কিন্তু আর্থিক টালমাটাল অবস্থার জন্য শেয়ার মার্কেটের উপরেও যথেষ্ট প্রভাব পড়েছে। এক সময় যেই দেশ অর্থনৈতিকভাবে ছিল বিপুল শক্তিশালী আজকে সেখানেই দেখা দিয়েছে বেকারত্ব, ডুবে যাচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো, সমস্যা দেখা দিয়েছে ব্যাংকিং খাতেও এবং কমে গেছে বিদেশে রপ্তানির পরিমাণ।