Strange facts about Rail: ট্রেনের টিকিট কেটেও শান্তি নেই! এই কারণেও হতে পারে জরিমানা, যা আপনি হয়তো জানেনই না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Strange facts about Rail that For this reason even if the ticket is booked there may be a fine: দেশের বিভিন্ন গণপরিবহনের মধ্যে ভারতীয় রেল কিন্তু সব থেকে অন্যতম। এটি সব সময় চেষ্টা করে তার যাত্রীদের নানা রকম পরিষেবা দেওয়ার। এছাড়া যাত্রীদের যাদের কোনো কাজে অসুবিধা না হয় না হয় কিংবা সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন লাগু করা হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও উচিত সবসময় রেলের যাবতীয় নিয়ম মেনে চলা, নিয়ম না মানলে কিন্তু দিতে হতে পারে জরিমানা। রেলের সব রকম নিয়ম সম্পর্কে আমরা সকলে বিশদভাবে জানি না। এমন একটি নিয়ম (Strange facts about Rail) রয়েছে যাতে আপনি পয়সা দিয়ে টিকিট কাটার পরও আপনাকে জরিমানা দিতে হতে পারে। আপনারা কি আদৌ সেই নিয়ম সম্পর্কে জানেন?

Advertisements

অনেক সময় যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে টিকিট নিয়ে স্টেশনে অপেক্ষা করে থাকেন এবং বিশেষ করে হাওড়া স্টেশনের মত বড় স্টেশনে এই ধরনের চিত্র প্রায় দেখা যায়। এই অপেক্ষা করার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া আছে, আপনি চাইলেই ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করতে পারেন না। কিন্তু রাতের এবং দিনের ট্রেনের জন্য এই সময়সীমা আলাদা করা আছে। তাই ট্রেনে করে ভ্রমণ করার আগে অবশ্যই রেলের এই বিশেষ নিয়মটি সম্পর্কে আপনাকে জানতে হবে (Strange facts about Rail)।

Advertisements

যদি আপনার ট্রেন যদি দিনের বেলা হয় সেক্ষেত্রে আপনি দু’ঘন্টা আগে এসে স্টেশনে অপেক্ষা করতে পারবেন। আবার রাতে ট্রেন হলে আপনি ছ’ঘন্টা আগেই স্টেশনে চলে আসতে পারবেন।নির্দিষ্ট সময়ের মধ্যে এসে অপেক্ষা করলে কখনোই আপনার জরিমানা হবে না কিন্তু যদি আপনি সময়ের আগে এসে অপেক্ষা করেন তাহলে TTE আপনাকে জরিমানা করবে। আবার যদি কোন কারনে ট্রেন লেট হয় সে ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কার্যকর হবেনা (Strange facts about Rail)।

Advertisements

কেন ভারতীয় রেল এই অদ্ভুত নিয়মটি (Strange facts about Rail) চালু করেছে? জানেন কি বিস্তারিতভাবে? অনেকেই হয়তো এর আসল কারণটা সঠিকভাবে জানেন না। স্টেশনের ভিড় কমানো হচ্ছে রেল ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। এমন বহু মানুষ আছেন যারা আত্মীয়-স্বজনদের ছাড়তে এসে ঘন্টার পর ঘন্টা নানা অজুহাতে স্টেশনের সময় কাটিয়ে যান। এতে স্টেশন চত্বরে ভিড় বাড়তে থাকে।

যারা রাতে ট্রেনে যাতায়াত করবেন তারা অনায়াসে ৬ ঘন্টা আগে এসে স্টেশনে অপেক্ষা করতে পারবেন। রাতে ট্রেন বলে শুধুমাত্র নিরাপত্তার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা তাই বলে অপেক্ষা করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় কোন যাত্রী দূরপাল্লার ট্রেন থেকে নেমে অন্য কোন ট্রেনের জন্য অপেক্ষা করছেন তিনিও কিন্তু মাত্র ২ ঘন্টা সময় পাবেন।

Advertisements