Viral video in train: ভিড় লোকালে গান শোনার আজব ট্রিক! ট্রেনের বাইরে স্মার্টফোন ঝোলালেন যাত্রী

A strange video of standing at the train gate and listening to music has gone viral in the social media: বর্তমানে বহু অদ্ভুত জিনিস দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, যা ভাইরাল হয়ে যায় নিমেষেই। এমন একটি অদ্ভুত ভিডিও নজর কেড়েছে সবার। এক ব্যক্তিকে মুম্বইয়ের ভিড় লোকাল ট্রেনের দরজার প্যানেলে তার ফোন ঠিক করতে দেখা গিয়েছে। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তারা এর নাম দিয়েছে ‘জুগার’। এতে ট্রেন জার্নি করার সময় তাকে কষ্ট করে আর ফোন ধরতে হবে না। অদ্ভুত এই ভিডিও ভাইরাল (Viral video in train) হতে সময় নেয়নি।

ভাইরাল এই ভিডিওটি (Viral video in train) প্রথমে আয়ান নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছিলেন। পরবর্তীকালে এই ট্রেনের ভিডিও ভাইরাল হয়ে যায় aamchi_mumbai নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে ভিডিয়োটি খুব জনপ্রিয়তা পেয়েছে এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছে।

আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে, লোকটি একটি অনিশ্চিত অবস্থানে দাঁড়িয়েছিল কারণ হলো যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এই ভদ্রলোককে। ট্রেনের দরজার প্যানেলে তিনি নিজের ফোন রেখেছিলেন এবং মজার ব্যাপার হলো তাকে তার ইয়ারফোনে গান শুনতে দেখা যায়। Instagram এ পোস্ট হওয়া এই ভিডিওটির (Viral video in train) ক্যাপশনে আমরা দেখতে পাই লেখা আছে “শুধুমাত্র মুম্বইতে সম্ভব”।

আরও পড়ুন 👉 গান থামিয়ে হঠাৎ দর্শকদের দিকে মাইক ছুঁড়লেন অরিজিৎ! মুহূর্তে ভাইরাল হলো ভিডিও

ভিডিওটি (Viral video in train) যেভাবে ভাইরাল হয়েছে ঠিক সেভাবেই মন্তব্যের ঝড় বয়ে গেছে। একেক জন একেক রকম মন্তব্যে ভরিয়ে তুলেছে। একটি মন্তব্যে লেখা হয়, এর পরে বিজ্ঞান বিজ্ঞান নয়। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, মুম্বাই নতুনদের জন্য নয়। আরেকজন ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, এফএম কা সিগন্যাল আছা আয়েগা আব। অন্য আরেকজন ব্যবহারকারী আরও বলেছেন যে, এই লোকটিকে আন্ধেরি স্টেশনে দেখেছেন এবং তিনি এই ধরনের “স্টান্ট” এর জন্যই পরিচিত।

ট্রেনের এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামের পেজ aamchi_mumbai -তে তিন দিন আগে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি দেখার পর মানুষের কৌতূহল অনেকটাই বেড়ে গেছে। ভাইরাল ক্লিপটি প্রচুর ভিউ এর সঙ্গে ১ লাখ ২৩ হাজার লাইকও পেয়েছে। যার সঙ্গে রয়েছে অনেক সেভ ও শেয়ার।