Advertisements

Scholarship for Students: ৮০০ টাকা করে ঢুকছে অ্যাকাউন্টে, রাজ্যের এই প্রকল্পে টাকা পাচ্ছেন ছেলে-মেয়েরা

Prosun Kanti Das

Published on:

Students are getting 800 rupees in this scheme of the state government: রাজ্য সরকার বরাবর রাজ্যের জনগণ বিশেষ করে ছাত্র-ছাত্রীর জন্য নানা রকম প্রকল্পের সূচনা ঘটিয়েছে। গত বছর আলিপুরদুয়ারে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে এখন থেকে রাজ্যের মেধাবী পড়ুয়ারা বৃত্তি হিসাবে একটি টাকা পাবে। এই প্রকল্পটির নাম হল মেধাশ্রী প্রকল্প (Scholarship for Students)। নির্দিষ্ট সম্প্রদায়ের পড়ুয়ারা এই প্রকল্পের কারণে অনেকটাই লাভবান হবে।

Advertisements

যারা এই বৃত্তি পাবার জন্য সঠিকভাবে আবেদন করবে তারা অবশ্যই টাকা পাবে রাজ্য সরকারের কাছ থেকে। যোগ্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে এই বৃত্তি লাভ করতে পারবে। এর জন্য প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রায় ২ লক্ষ ৬৫ হাজার ছাত্রছাত্রী এই বৃত্তির মাধ্যমে টাকা পাবে। মেধাবী পড়ুয়ারা মেধাশ্রী প্রকল্পের (Scholarship for Students) মাধ্যমে কত করে পাবে জানেন কি তা?

Advertisements

যোগ্য শিক্ষার্থীরা মাথাপিছু ৮০০ টাকা করে পাবে এই প্রকল্পের (Scholarship for Students) দ্বারা। যারা আগে আবেদন করেছিল তারা চলতি বছরে ইতিমধ্যে টাকা পাওয়া শুরু করে দিয়েছে। যে সমস্ত পড়ুয়ারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন, তাঁদের মোবাইল নাম্বারে একটি মেসেজও আসছে এখন। মেসেজটি এই প্রতিবেদনে তুলে ধরা হলো – Your claim of Rs. 800 (Scholarships and Stipends) is released from Treasury and is scheduled to be credited to Bank A/C No. XXXXXXXXX1256 on 05/07/2024.WBIFMS.

Advertisements
কারা এই প্রকল্পে (Scholarship for Students) আবেদনের যোগ্য আসুন জেনে নিই
  1. আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে।
  2. পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া হতে হবে।
  3. শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোন সরকারি স্কুলের শিক্ষার্থী হতে হবে।
  4. শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার ওপর হতে হবে।
  5. আবেদনকারীকে সংখ্যালঘু বা ওবিসি সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে।
  6. মেধাশ্রী প্রকল্পের দ্বারা বৃত্তি পেতে গেলে এই রাজ্যের শিক্ষার্থী হওয়া আবশ্যক। অন্য কোন রাজ্যের শিক্ষার্থী হলে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়া যাবে না।
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি
  1. পশ্চিমবঙ্গের আবাসিক সার্টিফিকেট
  2. বর্তমানের পাসপোর্ট সাইজের ছবি
  3. শেষ পরীক্ষার মার্কশিট
  4. আধার কার্ডের জেরক্স
  5. অবশ্যই গুরুত্বপূর্ণ একটি নথি হল সংখ্যালঘু সার্টিফিকেট (কোনও সরকারী কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা)
  6. পরিবারের বার্ষিক আড়াই সার্টিফিকেটও প্রয়োজনীয়।
  7. অ্যাকাউন্ট নম্বর/ IFSC কোড সহ ব্যাঙ্কের বিবরণ
কিভাবে আবেদন করতে হবে এই প্রকল্পের জন্য?
  • ধাপ 1: একেবারে প্রথমেই আপনাকে যেতে হবে অফিসিয়াল স্কলারশিপ ওয়েবসাইটে।
  • ধাপ 2: তারপর, হোম পেজে পুনঃনির্দেশিত করা হবে।
  • ধাপ 3: তারপর স্টুডেন্ট এরিয়া বিকল্পে ক্লিক করতে হবে।
  • ধাপ 4: শিক্ষার্থীদের নতুন নিবন্ধন বিকল্পে ক্লিক করতে হবে।
  • ধাপ 5: শিক্ষার্থীকে নিজ জেলা অনুযায়ী লগ ইন করতে হবে, তারপর “Application Form” খুলবে।
  • ধাপ 6: সমস্ত আবেদনকারীদের প্রাথমিক তথ্য সম্পূর্ণ করার পর “Submit” বাটনে ক্লিক করতে হবে।
    যেসব প্রার্থীরা এই বৃত্তি নিতে চায় তাদের অফিসিয়াল আপডেটের জন্য প্রতিদিন অফিসিয়াল ওয়েবসাইট চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে।
কিভাবে বুঝবেন আপনার আবেদন ঠিকঠাক জমা করেছে কিনা?

আরও পড়ুন ? Jio Recharge Plans: দাম বাড়িয়ে ফ্যাসাদে জিও, ফিরিয়ে আনল পুরাতন এই ট্যারিফ প্ল্যান

শিক্ষার্থীকে অবশ্যই বৃত্তির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে নেভিগেট করতে হবে। তারপর মেনু থেকে ‘Track Application’ নির্বাচন করুন। ড্রপ-ডাউন মেনু ব্যবহার করে জেলা নির্বাচন করুন। যাবতীয় প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে এবং “Submit” বাটনে ক্লিক করতে হবে। অবশেষে স্ক্রিনটি অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস দেখাবে। যদি আপনাদের কোনরকম অতিরিক্ত তথ্য জানার থাকলে তাহলে নিম্নের নম্বরটিতে যোগাযোগ করুন।

টোল-ফ্রি নম্বর: 1800-120-2130
অফিসিয়াল ই-মেইল আইডি: mdfc.wb@gmail.com

Advertisements