Sunidhi Chauhan: হার মানবেন ওয়েস্টার্নরা! ব্রা-লেট, শর্ট স্কার্ট পরে মঞ্চে আগুন ধরালেন সুনিধি চৌহান

Prosun Kanti Das

Published on:

Advertisements

Sunidhi Chauhan hit the IIFA Awards stage like pop singers: ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। কালো ব্রা-লেটের সঙ্গে শর্ট স্কার্ট পরে বলিউডের ‘শিলা কি জওয়ানি’ গানে জমিয়ে যিনি পারফর্ম করছেন তাকে মঞ্চে এক ঝলক দেখলেই তাক লেগে যাবে। বলিউডের বিভিন্ন হিট গানে তিনি গোটা অ্যাওয়ার্ড ফাংশনটিকে জমিয়ে রেখেছেন। তিনি হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। মা হবার পর নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলে মঞ্চে নতুন রূপে উপস্থিত হয়েছেন তিনি।

Advertisements

আবুধাবিতে অনুষ্ঠিত আইফার এই অনুষ্ঠানে সুনিধি চৌহান (Sunidhi Chauhan) পুরো মঞ্চকে মাতিয়ে রেখেছিলেন। তার পারফরমেন্স ছিল একেবারে পাশ্চাত্যের পপ গায়িকাদের মত, যা দেখে দর্শকের মধ্যে উন্মাদনা ছিল প্রচুর। তার গানকে রীতিমত উপভোগ করেছে সমস্ত দর্শকরা। এই অ্যাওয়ার্ড ফাংশনটি আয়োজিত হয়েছিল চলতি বছরের ২৭শে মে। কিন্তু সুনিধির গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে।

Advertisements

অনুষ্ঠানের ভিডিওটি পোস্ট করা হয়েছিল ২ জুলাই তাও আবার আইফার ফেসবুক পেজ থেকেই। ভিডিওটি দেখে রীতিমত সাড়া পড়ে গেছে গোটা নেট দুরিয়া জুড়ে। কমেন্টের বন্যা বয়ে গেছে এই ভিডিওটি দেখার পর থেকে। কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন যে, ‘Outstanding’। কেউ আবার মন্তব্য করেছেন যে সুনিধি চৌহান (Sunidhi Chauhan) সত্যিই একজন উঁচুমানের পারফরমার। তার এই নতুন পরিবর্তনে সবাই খুব খুশি।

Advertisements

আইফা অ্যাওয়ার্ড ফাংশনে শুধুমাত্র সুনিধি চৌহানই (Sunidhi Chauhan) নন, অসাধারণ পারফর্ম করেছিলেন পাঞ্জাবি সঙ্গীত তারকা সুখবীর সিং। তাকে অনেকে চেনে ‘প্রিন্স অফ ভাংড়া’ বলেও। সেদিনে তাদের দুজনের পারফরম্যান্স ব্যাপক ভাবে উপভোগ করেছেন বলিউডের ভাইজান সমেত উপস্থিত সকলেই। গোটা বলিউডই বলতে গেলে এদিন উপস্থিত ছিল আইফার (IIFA) অনুস্থানে।

আইফার এই অনুষ্ঠান এক কথায় ছিল যেনো চাঁদের হাট। সেখানে সলমন খান ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকারা। যেমন রাজকুমার রাও, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, বিজয় ভার্মা, রকুল প্রীত সিং, নোরা ফাতেহি, জ্যাকুলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা, এশা গুপ্তা, ফারাহ খান, বোমান ইরানি, রাধিকা মদন, ক্রিস্টেল ডি’সুজা প্রভৃতিরা। এছাড়া গায়ক-গায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন পলক মুছল, সুনিধি চৌহান, র‌্যাপার বাদশা, অমিত ত্রিবেদী এবং সুখবীর।

Advertisements