সুখবর, সুপ্রিম কোর্টের রায়ে রেশন কার্ড নিয়ে হাসি ফুটবে কোটি কোটি মানুষের মুখে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড (Ration Card) ভারতের মতো দেশের প্রতিটি নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড। কেননা এই রেশন কার্ডের দৌলতেই সস্তায় অথবা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন নাগরিকরা। বর্তমানে দেশের ৮০ কোটি বেশির মানুষ এই রেশন ব্যবস্থার সুযোগ পেয়ে থাকেন। তবে ভারতের মতো দেশে এখনো কয়েক কোটি মানুষ রেশন ব্যবস্থার বাইরে রয়েছেন।

Advertisements

তবে এখনো পর্যন্ত কয়েক কোটি মানুষ রেশন ব্যবস্থার বাইরে থাকলেও কেন্দ্র সরকারের তরফ থেকে প্রত্যেককে এই ব্যবস্থার আওতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এমনকি রেশন ব্যবস্থা যাতে সবাই ভোগ করতে পারেন তার জন্য আমূল পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে চালু করা হয়েছে ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ডের (One Nation One Ration Card)। যাতে পরিযায়ী শ্রমিকরা রেশন ব্যবস্থা থেকে কোন ভাবে বঞ্চিত না হন।

Advertisements

অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে শ্রমিকদের জন্য যে ই-শ্রম পোর্টাল খোলা হয়েছে তাতে ২৮.৮ কোটি শ্রমিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে এদের মধ্যে প্রায় ৮ কোটি শ্রমিক এখনো পর্যন্ত রেশন ব্যবস্থায় নিজেদের নাম নথিভূক্ত করেননি। এই রিপোর্ট সামনে আসার পরই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ৮ কোটি শ্রমিক যাদের নাম এখনো পর্যন্ত রেশন ব্যবস্থায় আসেনি তাদের নাম নথিভূক্ত করার।

Advertisements

শীর্ষ আদালতের তরফ থেকে এই সকল শ্রমিকদের নাম রেশন ব্যবস্থায় নথিভুক্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে আদালতের তরফ থেকে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, শ্রমিকদের নাম নথিভূক্ত করার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করতে হবে।

বিচারপতি এমআর শাহ এবং আসানুদ্দিন আমানুল্লাহ এও নির্দেশ দিয়েছেন, এই বিপুল সংখ্যার শ্রমিকদের রেশন কার্ড না থাকলেও তারা যেন রাজ্য সরকার এবং জাতীয় সুরক্ষা মিশনের সুবিধা পান সেদিকে নজর দিতে হবে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শাসকদের। এর পাশাপাশি সেই সকল শ্রমিকদের উপরও নজর রাখতে হবে যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছেন।

Advertisements