নিজস্ব প্রতিবেদন : চায়ের নেশা যদি সবচেয়ে বেশি কারোর থাকে তাহলে তারা হলেন বাঙালি। চায়ের নেশার পাশাপাশি তাদের মেতে উঠতে দেখা যায় আড্ডায়। যদিও এখন এই চা নিয়ে চর্চা দেশজুড়ে। যে কারণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চায় পে চর্চা করে থাকেন।
তবে আমরা চা কত ধরনের পান করে থাকি! চা হয় লিকার, দুধ চা, গ্রিন টি ইত্যাদি। তবে কখনো ফ্রুট টি অর্থাৎ ফল দিয়ে চা তৈরি হয় এমনটা শুনেছেন! বিষয়টি আশ্চর্যের হলেও এমনই একজন চা বিক্রেতার খোঁজ পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। যথারীতি আজব কায়দায় ওই চা বিক্রেতার চা তৈরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর দৌলতে জানা গিয়েছে, এমন আজব চায়ের দোকান রয়েছে গুজরাতের সুরাটে। যেখানে ওই চা বিক্রেতা এমন অভিনব পদ্ধতিতে চা বিক্রি করে থাকেন। আর ওই চা বিক্রেতার এমন ভিডিও দেখে নির্ধনিয়ার নাগরিকরা স্বাভাবিকভাবেই কমেন্ট করেছেন ‘কত রঙ্গ দেখি দুনিয়ায়’।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, ওই চা বিক্রেতা তার চা তৈরি করার পাত্রে দুধ এবং চা পাতা গরম করার সঙ্গে সঙ্গে চিনির বদলে দিচ্ছেন কলার টুকরো, আপেলের টুকরো, সবেদার মত ফলের টুকরো। এমন নানান ধরনের ফল দিয়ে তিনি চা তৈরি করে থাকেন। আর তার হাতে এমন নতুন ধরনের চা খেতে দূর-দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে।
তবে জানা যাচ্ছে, এমনি সাধারণ চায়ের তুলনায় এই অভিনব চায়ের কাপের দাম তুলনামূলক বেশি। কারণ এতে নামি দামি ফল মেশানো হয়। পাশাপাশি চিনি ছাড়া ফল দিয়ে তৈরি এই ফ্রুট টি আলাদা মাত্রা এনে দিয়েছে এলাকায়। যদিও এমন যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না উপকারী তা অবশ্য জানা যায়নি।