রওনা দিলো সিউড়ি-অণ্ডাল লোকাল, ময়ূরাক্ষীর আগে ট্রেন নিয়ে বার্তা দিলেন এসিএম

নিজস্ব প্রতিবেদন : ফুলের মালা সাজিয়ে, নারকেল ভেঙে শুভ উদ্বোধন হলো সিউড়ি অন্ডাল মেমু লোকালের। রেলের তরফ থেকে জানানো হয়, এই ট্রেনটি প্রতিদিন দুপুর ৩ টের সময় সিউড়ি থেকে অন্ডালের পথে রওনা দেবে। আর অন্ডাল থেকে ছাড়বে দুপুর ১ টায়। ট্রেনটি পরীক্ষামূলকভাবে আগামী একমাস চালানো হবে, যদি এই ট্রেনে যাত্রীসংখ্যা ঠিকঠাক থাকে তাহলে আগামী দিনে স্থায়ীভাবে চালানো হবে।

প্রসঙ্গত, পরপর দুদিন দুটি নতুন ট্রেন চালু হলো। একটি আসানসোল থেকে মালদা টাউন দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস, যার বেশিরভাগ স্টপেজ রয়েছে বীরভূমের বিভিন্ন স্টেশনে। অন্যদিকে আজ থেকে চালু হল অন্ডাল সিউড়ি লোকাল ট্রেনটি। আর এই ট্রেন উদ্বোধনের মাঝেই রেল কর্তৃপক্ষের কথায় আশা জাগলো আরও একটি নতুন ট্রেনের।

আসানসোল ডিভিশনে এসিএম সুকান্ত মন্ডল জানান, “এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি এবং সিউড়ি স্টেশনের স্টেশন মাস্টারের দাবির ভিত্তিতে এই ট্রেনটি চালু করা হলো। আগামী এক মাস ট্রেনটি চলবে পরীক্ষামুলকভাবে। যদি যাত্রীসংখ্যা ঠিকঠাক হয় তাহলে আগামী দিনে স্থায়ীভাবে চালানো হবে।”

অন্ডাল থেকে সিউড়ি রেল পথে ট্রেনের সংখ্যা খুবই কম বলে দীর্ঘদিনের অভিযোগ যাত্রীদের। এই সকল অভিযোগের ভিত্তিতে যাত্রীদের আরও একটি দাবি রয়েছে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারের আগে হাওড়া যাওয়ার যে কোন একটি ট্রেনের। সেই দাবির কথা শুনে সুকান্ত মন্ডল এও জানান, “আমরা তো সবসময় চাইবো রেল যেন লাভের সম্মুখীন থাকে। আমরা জানি এরকম আরো একটি ট্রেনের দাবি রয়েছে স্থানীয়দের। স্থানীয়রা যদি সঠিক পথে সঠিক জায়গায় আবেদন করে তাহলে রেল কর্তৃপক্ষ অবশ্যই তাদের দাবি খতিয়ে দেখবে। রেল সব সময় সাধারণ মানুষের পাশে আছে।”