‘হ্যাঁ, বিজেপির সাথে ডিল হয়েছে’, কি ডিল! খুল্লামখুল্লা শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল ছেড়ে রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই শাসক দলের নেতা-নেত্রীরা অভিযোগ তুলতে শুরু করেন, ‘বিজেপির সাথে ডিল করে শুভেন্দু গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। ও একটা মীরজাফর।’

আর এই প্রশ্ন উঠতেই রাজ্যের বাসিন্দাদের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করে শুভেন্দু সত্যিই কি ডিল করেছেন বিজেপির সাথে! আর এই ডিল নিয়েই এবার খুল্লামখুল্লা শুভেন্দু অধিকারী। প্রকাশ্য মঞ্চে জানিয়ে দিলেন, ‘হ্যাঁ, বিজেপির সাথে ডিল হয়েছে।’ শুক্রবার কাঁথির যোগদান মেলায় এই স্বীকারোক্তি সামনে আসতেই মঞ্চের সামনে বসে থাকাদের মধ্যে কয়েক মিনিটের জন্য নিস্তব্ধতা লক্ষ্য করা যায়। এরপরেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, ‘কি ডিল হয়েছে জানেন?’

শুভেন্দু বলেন, “এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে। প্রতি বছর চাকরি হবে। ডিল কি হয়েছে জানেন? টেট পাশ করা লোকেরা চাকরি পাবে। ডিল হয়েছে ২ হাজার টাকা, ৪ হাজার টাকার বেতনের কর্মচারীরা থাকবে না। যার যেটা প্রয়োজন সরকার সেটা দেবে। ডিল হয়েছে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হবে।”

এছাড়াও বিজেপির সাথে ডিল প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, “আমার সাথে ডিল হয়েছে বিজেপির কৃষক সম্মান নিধি যোজনায় ৭৩ লক্ষ কৃষক ৬ হাজার টাকা করে পাবে। আমার সঙ্গে ডিল হয়েছে সুশাসন আসবে।”