সিউড়িতে আইন অমান্য কর্মসূচিতে এসে পায়ে চোট পেলেন শুভেন্দু অধিকারী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে বেড়ে চলা রাজনৈতিক হিংসা, খুন ধর্ষণ সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে বুধবার সিউড়িতে বিজেপির তরফ থেকে আইন অমান্য কর্মসূচি গ্রহণ করা হয়। যে কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি গ্রহণের সময় শুভেন্দু অধিকারীর ডান পায়ে চোট লাগে।

Advertisements

কর্মসূচির সময় ঠেলাঠেলির পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর ডান পায়ে একটি পুলিশের ব্যারিকেড পড়ে যায়। সেই ব্যারিকেড পড়ে যাওয়ার পর তার ডান পায়ের দুটি আঙ্গুলে চোট লাগে। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য শিউলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

Advertisements

শুভেন্দু অধিকারীর চিকিৎসা করার পর ডাঃ দেবেশ শর্মা জানিয়েছেন, “আঙুলে চোট লেগেছে কিন্তু ফ্রাকচার হয়নি। তবে যেভাবে চোট পেয়েছেন তাতে তাকে কিছুদিন ব্যথার ওষুধ খেতে হবে এবং রেস্ট নিতে হবে। কিছুদিন হয়তো তার পায়ের আঙ্গুলে ব্যান্ডেজ রাখতে হবে। ধীরে ধীরে ব্যথা কমে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে।”

Advertisements

ঘটনার পর শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য কাউকে দোষারোপ না করলেও আকারে-ইঙ্গিতে বেশ কিছু জিনিস বুঝিয়েছেন। তিনি জানান, “যেভাবে ব্যথা ছিল তাতে প্রথমে ভেবেছিলাম ফ্রাকচার হয়ে গিয়েছে। এক্সরে করার পর জানলাম সামান্য ক্র্যাক আছে। ব্যান্ডেজ করে দিয়েছেন। এটা ১৫ দিন রাখতে হবে। দুটো বড়ো লোহার রেলিং ফেলেছে। কারা করেছে সবাই দেখেছে। তবে আমি কাউকে দোষ দিচ্ছি না। শুভেন্দুকে থামানোর চেষ্টা করছে কিন্তু থামাতে পারবে না। কালকে আবার খেজুরিতে যাব। ২০ তারিখে ডেউচা পাচামি আসবো। এইরকম অবস্থায় পা নিয়ে আসব, হাঁটতে পারবো না তবে এসে বসতে পারবো।”

তবে পায়ে চোট নিয়েই শুভেন্দু অধিকারীকে এদিন লক্ষ্য করা যায় আইন অমান্য কর্মসূচির মঞ্চে বক্তব্য রাখতে। মঞ্চে বক্তব্য রাখার সময় তাকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচির ঘোষণা করতে লক্ষ্য করা যায়।

Advertisements