‘বন্দে ভারত নয়, মাল গাড়ি চালাই’, সেলফি পোস্টে ‘ফাঁপরে নদীয়ার শুভেন্দুর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার পশ্চিমবঙ্গে প্রথম এবং ভারতবর্ষের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। এই ট্রেনটির সূচনা হওয়ার সময় ইঞ্জিনের কাছে এসে একটি সেলফি পোস্ট করেছিলেন নদীয়ার শুভেন্দু। সেই ছবি পোস্ট করার পর আর দেখে কে! কয়েক মিনিটের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায় আর রীতিমত বিপাকে পড়েন চাকদার শুভেন্দু বড়াই।

Advertisements

বন্দে ভারতের সামনে শুভেন্দুর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নদিয়া এবং চাকদার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লেখালেখি শুরু করেন, ‘চাকদহের গৌরব। রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং সেই ট্রেনের চালক হলেন নদিয়ার চাকদহের গৌরব শুভেন্দু বড়াই।’

Advertisements

এই পোস্ট ভাইরাল হওয়ার পর শুভেন্দুর আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা তাকে বারবার ফোন করেন। সবাই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। আত্মীয়-স্বজন থেকে পাড়া-প্রতিবেশীদের বারবার এই ফোনে জেরবার হয়ে উঠেছেন শুভেন্দু বড়াই।

Advertisements

জেরবার হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে অভিনন্দন জানানো ব্যক্তিদের শুভেন্দু জানান, ‘আমি বন্দে ভারতের চালক নই।’ তবে যেভাবে তিনি ভাইরাল হয়েছেন তাতে তার সত্যি কথা এখন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে না। ভাইরাল ছবি আর ভাইরাল দাবি এখন মানুষের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শুভেন্দু বড়াই জানিয়েছেন, তিনি একজন মাল গাড়ির চালক। এখনো পর্যন্ত তিনি কোন যাত্রীবাহী ট্রেন চালানোর সুযোগ পাননি। আর সেই জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর সুযোগ অনেক দূরের কথা। তার ছবি সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি নিজেও স্তম্বিত হয়ে পড়েছেন এবং জানতে চাইছেন কে বা কারা এমনটা করেছেন! পাশাপাশি তিনি এটা ভেবেও ঘাবড়ে যাচ্ছেন, বন্দে ভারতের ইঞ্জিনের সামনে তোলা একটি ছবি যে এইভাবে তাকে বিপদে ফেলবে তা ভেবে উঠতে পারছেন না।

Advertisements