Swarnima Loan Scheme: ৩ মাস পর পর EMI, মাত্র ৫% সুদ! ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কেন্দ্র

Swarnima Loan Scheme is a new project of Central Government: দেশের মানুষের সুবিধার্থে বরাবর কেন্দ্রের সরকার বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছে। বিভিন্ন শ্রেণীর মানুষকে এর আওতায় আনা হয়েছে যেমন- কৃষক, হকার এবং মহিলারা। তাদের জন্য আনা হয়েছে বহু সুবিধাজনক প্রকল্প। এমনকি রাস্তার বিক্রেতাদের জন্য সরকার পিএম-স্বনিধি প্রকল্পটি চালু করেছিল। সম্প্রতি মহিলাদের স্বাবলম্বী করার জন্য সরকার ‘নতুন স্বর্ণিমা ঋণ’ (Swarnima Loan Scheme) প্রকল্প চালু করেছে।

মহিলাদের বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সাবলম্বী করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NBCFDC)। এর ফলে সরকার অনগ্রসর শ্রেণীর মহিলাদের মেয়াদী ঋণ দিয়ে স্বাবলম্বী করতে চায়। পিছিয়ে পরা মহিলারা চাইলে এই প্রকল্পের মাধ্যমে উপলব্ধ ঋণ নিয়ে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। পাশাপাশি চলমান যে কোনও ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। আসুন চটজলদি সরকারের এই প্রকল্প (Swarnima Loan Scheme) সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।

‘নতুন স্বর্ণিমা ঋণ’ স্কিম (Swarnima Loan Scheme) হলো একটি মেয়াদী ঋণ প্রকল্প। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NBCFDC) মহিলাদের জন্য প্রকল্পটি শুরু করেছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল অনগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করে তোলা। আর্থিক সহায়তার মাধ্যমে তাদের সাবলম্বী করা হবে। প্রকল্পের অধীনে, কেন্দ্রীয়/রাজ্য সরকারগুলি অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়। শুধুমাত্র তারাই পাবেন যাদের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম। এই ঋণের উপর বার্ষিক ৫% হারে সুদ নেওয়া হয়। অর্থাৎ কেউ যদি মাসিক ভিত্তিতে ঋণ নেয় তাহলে প্রায় ৪২ পয়সা সুদ নেওয়া হয়।

আরও পড়ুন 👉 Startup Government Loan Scheme: ব্যবসা অথবা অন্যকিছু! দুর্দান্ত ৫ সরকারি স্কিম, নামমাত্র সুদে দেয় ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ!

ঋণের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। জেনে নিন কোন কোন নথিপত্র লাগবে এই প্রকল্পে। আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আয়ের শংসাপত্র, রেসিডেন্স সার্টিফিকেট, বিজনেস সার্টিফিকেট। কোন উদ্দেশ্যে নেওয়া হবে এই ঋণ? নিম্নলিখিত কারণগুলো ব্যবহার করা যেতে পারে। ছোট ব্যবসা শুরু করার ক্ষেত্রে, বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান তৈরী।

কিভাবে করবেন আবেদন? নতুন স্বর্ণিমা ঋণ প্রকল্পের (Swarnima Loan Scheme) জন্য আবেদন করতে পিছিয়ে পরা মহিলাদের NBCFDC ওয়েবসাইটে (www.nbcfdc.gov.in) অনলাইনে আবেদন করতে হবে। তারপর নিকটতম NBCFDC অফিসে গিয়ে আবেদন করুন। এই স্কিমের অধীনে উপলব্ধ ঋণের EMI প্রতি তিন মাস অন্তর দিতে পারবেন আবেদনকারীরা। স্কিম সম্পর্কিত আরও তথ্যের জন্য, আপনি টোল ফ্রি নম্বর 18001023399 এও কল করতে পারেন।