Startup Government Loan Scheme: ব্যবসা অথবা অন্যকিছু! দুর্দান্ত ৫ সরকারি স্কিম, নামমাত্র সুদে দেয় ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ!

Government Loan Scheme for startups get loan up to 10 lakh rupees: যত দিন যাচ্ছে ভারতের উদ্যোক্তাদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে চাকরির থেকে ব্যবসার প্রতি মানুষের আগ্রহ অনেকটাই বেড়ে গেছে। কিন্তু নতুন কোন ব্যবসা শুরু করার আগে প্রয়োজন নগদ অর্থের, আর তার জন্য অনেকেই ঋণ নিতে চান। সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যারা স্টার্টআপ বিজনেস চালু করছে তাদের জন্য। সরকারের উদ্যোগে তারা অল্প সুদে পেয়ে যাবে প্রয়োজনীয় লোন (Startup Government Loan Scheme)। আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিতভাবে।

প্রথমেই আমরা জেনে নেব স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোন (Startup Government Loan Scheme) সম্পর্কে। তৃণমূল স্তরের মহিলা এবং এসসি এসটিদের জন্য এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এই স্কিমের আওতায় আপনি ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন। কোনরকম জামানত ছাড়াই আপনি এই লোন পাবেন এবং এর মেয়াদ থাকবে সাত বছর পর্যন্ত। এই স্কিমের আওতায় আপনি যদি লোন নেন আপনাকে তিন বছর পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হবে। এরপর বেস রেটের সাথে ৩ শতাংশ সুদের হার নেওয়া হয়ে থাকে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ স্কিম হলো ক্রেডিট গ্যারান্টি ফার্ম স্কিম। স্টার্টআপ সংস্কৃতিকে উন্নত করার জন্যই এই স্কিমের উদ্ভাবন। গ্যারান্টি ছাড়া আপনাকে দেওয়া হবে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ। প্রদত্ত গ্যারান্টি ফি অনুমোদিত পরিমাণের উপর বার্ষিক ২% থেকে কমিয়ে ০.৩৭% করা হয়েছে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হল সরকারি স্কিমগুলোর মধ্যে অন্যতম। এই স্কিমের আওতায় অকর্পোরেট, অকৃষি এবং ক্ষুদ্র/ মাইক্রো এন্টারপ্রাইজগুলো ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে। এই ঋণগুলো সাধারণত প্রদান করে আরবিআই, এমএফআই, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র আর্থিক ব্যাংক ইত্যাদি। অনলাইনের মাধ্যমেও আপনি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের অধীনে, শিশু এবং কিশোর কিশোরীদের জন্য শূন্য প্রসেসিং ফি রয়েছে। কিন্তু তরুণের জন্য প্রসেসিং ফি ০.৫০।

NSIC বিপণন, প্রযুক্তি, অর্থ এবং অন্যান্য সহায়তা মানুষকে প্রদান করে। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (MSME) সেক্টর এর দ্বারা উন্নতি সাধন হয়। আপনি এই প্রকল্পের আওতায় দুই ধরনের লোন পাবেন যেমন, বিপণন সহায়তা স্কিম এবং ক্রেডিট সহায়তা প্রকল্প। বিপণন সহায়তা প্রকল্পের অধীনে প্রাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারেন। আপনি যদি এই স্কিন নেন তাহলে ব্যবসার প্রচার, বিপণন এবং বাজারের নাগাল বৃদ্ধিতে দারুণ সহায়ক হতে পারে। প্রকল্পের অধীনে, কাঁচামাল ক্রয়, অর্থ, বিপণন ইত্যাদির জন্য আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে।

ব্যবসার ক্ষেত্রে কার্যকরী মূলধনের চাহিদা মেটানোর জন্য। সরকার MSME ঋণ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে, যে কোনও নতুন বা বিদ্যমান উদ্যোগ ১ কোটি টাকা লোন পেতে পারেন। সাধারণত, ঋণ প্রক্রিয়াকরণ হতে ৮ থেকে ১২ দিন সময় লাগে এবং ঋণের আবেদনের অনুমোদন/প্রত্যাখ্যান মাত্র ৫৯ মিনিট সময় নেয়।