Mini Switzerland: কাঁড়ি কাঁড়ি খরচ করে বিদেশ কেন! ভারতের এই ৪ জায়গা ঘুরলেই মিলবে সুইজারল্যান্ডের স্বাদ

Take a tour of these 4 Mini Switzerlands located in India: ভারতের সৌন্দর্য শুধুমাত্র ভারতবাসীকে নয় বিদেশের পর্যটকদেরও আকর্ষিত করে বারংবার। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সুইজারল্যান্ডের কোনরকম বিকল্প হয় না একথা সত্যি। কিন্তু জানেন কি, ভারতে ওইরকম একাধিক ‘সুইজারল্যান্ড’ রয়েছে? আমাদের দেশ ভারতবর্ষ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোন অংশে কম নয়। বিদেশের সুইজারল্যান্ড এর মতই এখানেও পেয়ে যাবেন সেই একই মুগ্ধ করা পরিবেশ। জম্মু ও কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশের খাজ্জিয়ার বা চোপতা সুইজারল্যান্ডের থেকে কম কিছু নয়। এগুলিকে বলা হয় বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড (Mini Switzerland)।

তালিকার প্রথমেই আমরা আলোচনা করে নেব ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত একটি সুন্দর পাহাড়ি গ্রাম হল আউলি। আপনি যদি নববর্ষে স্কি রিসর্টে ছুটি কাটানোর প্ল্যান করেন তাহলে আউলি যেতে পারেন। এখানকার সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে আর সুইস আল্পস পর্যন্ত যেতে হবে না। আউলি ভারতের শীর্ষস্থানীয় স্কিইং গন্তব্যগুলির মধ্যে একটি। এখানে গেলেই আপনি পেয়ে যাবেন খাঁড়া পাহাড়, নির্মল বাতাস সহ বরফে ঢাকা পর্বত। বিশেষ করে শীতের মরশুমে আউলি বেড়াতে গেলে মনে হবে সুইজারল্যান্ডে (Mini Switzerland) গেছেন।

এরপর আলোচনা করা যেতে পারে হিমাচল প্রদেশের সুন্দর শৈল শহর খাজ্জিয়ার সম্পর্কে। পর্যটকরা ভারতের এই জায়গাটিকে বেছে নিয়েছে অবসর কাটানোর জন্য। এখানে গেলে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো প্রকৃতির অপূর্ব রূপ, নিঃস্তব্ধতা এবং একান্ত অবকাশ যাপন যা আপনার মনকে শান্ত করবে। বেড়াতে যেতে পারেন খাজ্জিয়ার হ্রদে এবং পাশাপাশি দর্শন করে আসতে পারেন খাজ্জি নাগ মন্দিরেও। প্রায় আটশো বছরের পুরোনো মন্দিরের পরিবেশ আপনার অবশ্য ভালোই লাগবে। এখানে চাইলে ট্রেকিং করতে পারেন। স্থানীয়দের জিজ্ঞাসা করলেই ব্যবস্থা হয়ে যাবে এবং পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে গ্রাম ঘুরে বেড়ান। পাহাড়ি পরিবেশ এমনিতেই আপনাকে আকৃষ্ট করবে এছাড়াও এখান থেকে আপনি কৈলাস পর্বত স্পষ্ট দেখতে পারবেন। খাজ্জিয়ারকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড (Mini Switzerland)। যখন এখানে তুষারপাত হয় এর সৌন্দর্য ছাড়িয়ে যায় সুইজারল্যান্ডকেও। ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যেই এই মনোমুগ্ধকর স্থানটি ঘুরে দেখতে পারেন।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্তের পক্ষে সুইজারল্যান্ড যাওয়া সত্যিই ব্যয়বহুল। তাই চাইলে মণিপুর থেকে ঘুরে আসুন। ভারতীয় সুইজারল্যান্ড (Mini Switzerland) হিসেবে এই জায়গায় বেশ জনপ্রিয়। এখানকার সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত। মণিপুর ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। পর্যটকদের জন্য জনপ্রিয় স্থানগুলি হল কাংলেপাটি, লোকটাক লেকের মতো জায়গাগুলি। এছাড়া কেইবুল লামজাও জাতীয় উদ্যানে গিয়ে জঙ্গল সাফারি উপভোগ করতে পারেন। সাথে দেখতে পারেন বরাক নদী, ডেইলং বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, শিরুই পাহাড়, পবিত্র রেনগান অরণ্য ইত্যাদি স্থান।

ভারতের জম্মু ও কাশ্মীর মিনি সুইজারল্যান্ড হিসাবে পরিচিত, এই বিষয়ে আমরা সবাই অবগত। শীতকালে এই জায়গাটি সাদা চাদরে ঢাকা থাকে। বহু সিনেমার শুটিং হয়েছে এই জায়গাটিতে। শুধুমাত্র দেশি নয় বহু বিদেশি পর্যটকও এই স্থানটির প্রেমে পড়ে গেছে। ডাল লেক, কাশ্মীরের প্রধান আকর্ষণ। শীতকালে এখানকার হ্রদের জল পুরোটাই বরফে পরিণত হয়। বরফ হবার পর এর উপর দিয়েই হাঁটতে পারবেন। শ্রীনগর, গুলমার্গ, পহেলগামের মতো স্থানগুলিও পর্যটকদের খুব পছন্দের। কাশ্মীর হলো বিশ্বের স্বর্গ। সুইজারল্যান্ড যেতে না পারলেও, কাশ্মীরে গিয়ে সুইজারল্যান্ডের পরিবেশ অবশ্যই উপভোগ করতে পারবেন। এখানে, সুইজারল্যান্ডের মতো, হ্রদ, সবুজ তৃণভূমি এবং বরফে ঢাকা পাহাড় পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। শীতকালেও এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এ কারণেই ইউরোপের সুইজারল্যান্ডের সঙ্গে একে তুলনা করা হয়।