2025 Holiday List: প্রত্যেক বছরই এরকম বছরের শেষ সময়ে বিশেষ অপেক্ষায় থাকে সরকারি-বেসরকারি কর্মচারীরা। জানেন কিসের অপেক্ষায়? ছুটির তালিকা প্রকাশের অপেক্ষায়। যা দেখে নতুন বছরের ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রাখেন কর্মচারীরা। সেরকমই সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে আসন্ন ২০২৫ সালের ছুটির তালিকা (2025 Holiday List)। কতদিন ছুটি দেওয়া হয়েছে ২০২৫ সালে? লম্বা ছুটি কি রয়েছে নাকি বেশিরভাগটাই পড়েছে রবি-গ্রাসে? দেখে নেওয়া যাক তালিকা….
প্রসঙ্গত চলতি বছরে সরকারি-বেসরকারি কর্মচারীদের ছুটির তালিকায় দেখা গিয়েছে মিশ্র ফলাফল। বেশ কয়েকটি ছুটি পড়েছে রবিবারে। যার ফলে অনেকগুলি ছুটি থেকে বঞ্চিত হয়েছেন বেসরকারি কর্মচারীরা। অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের রবিবারের ছুটিগুলিতে সোমবার ছুটি দেওয়া হয়েছে। ২০২৫-এও কি এমনই ছুটি রয়েছে?
তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে ২০২৫ সালে NI অ্যাক্টে ছুটি রয়েছে ২৫ দিন। পাশাপাশি ২১ দিন ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ফলস্বরূপ কর্মচারীরা মোট পাকা ছুটি পাবেন ৪৬ দিন (2025 Holiday List)। অর্থাৎ সারা বছরে বেশিরভাগ শনি-রবিবার বাদ দিয়ে প্রায় দেড় মাস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। তবে সব ছুটি কি লম্বা পাওয়া যাবে? নাকি এর মধ্যে রবিবারও পড়েছে?
আসন্ন ২০২৫ সালের ছুটিতেও (2025 Holiday List) রয়েছে মিশ্র ফলাফল। তবে বেশিরভাগটাই রয়েছে লম্বা উইকেন্ডের গল্প। অর্থাৎ এই ৪৬ দিনের পাকা ছুটির মধ্যে বেশ কয়েকটি ছুটিতে পাওয়া যাবে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ। কারণ এর মধ্যে বেশ কয়েকটি ছুটি পড়েছে শুক্রবার অথবা সোমবার।
শুক্রবার ছুটির তারিখগুলি হল:
- ১৪ই ফেব্রুয়ারি (পঞ্চানন বর্মার জন্মদিন ও শবেবরাত)
- ১৪ই মার্চ (দোলযাত্রা)
- ১৮ই এপ্রিল (গুড ফ্রাইডে)
- ৯ই মে (রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন)
- ৬ই জন (ইদুজ্জোহা)
- ২৭শে জুন (রথযাত্রা)
- ১৫ই আগস্ট (স্বাধীনতা দিবস)
- ৫ই সেপ্টেম্বর (ফতেহা দোহাজ দাহাম)
আরো পড়ুন: ১৫ দিনে ধরা হলো ৯০ হাজার যাত্রীকে, কেন ঘটলো এমন কান্ড
অন্যদিকে ২রা ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে ছুটি পড়েছে রবিবার। তবে এর জন্য সোমবার ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও সোমবার যে ছুটিগুলি পড়েছে তা হল:
- ৩১শে মার্চ (ঈদ উল ফিতর)
- ১৪ই এপ্রিল (বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন)
- ১২ই মে (বুদ্ধ পূর্ণিমা)
- ৬ই অক্টোবর (লক্ষ্মী পূজা)
- ২০শে অক্টোবর (কালীপূজা)
- এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে ২৬শে সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত থাকবে টানা ছুটি।
আরো পড়ুন: চেন টেনে ট্রেন থামাতে গিয়ে গ্রেপ্তার হতে হলো ১৬৪ জনকে, খবরটি দেখে নিন একনজরে
তবে আগামী বছরের ৪৬ দিনের পাকা ছুটিতে (2025 Holiday List) বেশ কয়েকটি রবিবার পড়েছে। মোট ৮টি ছুটি পড়েছে রবিবারে। যেমন:
- বিবেকানন্দের জন্মদিন
- সরস্বতী পূজা
- প্রজাতন্ত্র দিবস
- মহরম
- রাম নবমী
- ভানুভক্তের জন্মদিন
- মহালয়া
- দুর্গাপূজার মহা ষষ্ঠী
তবে এক্ষেত্রে সরস্বতী পূজার জন্য ছুটির দিন ঘোষণা করা হয়েছে সোমবার। তবে বাকি ৭টি রবিবারের ছুটি মার যাবে সরকারি কর্মচারীদের। অন্যদিকে সপ্তাহান্তের ছুটিগুলিতে কাছে পিঠে ঘোরার পরিকল্পনা এখন থেকেই করে রাখতে পারেন সরকারি কর্মচারীরা।