Split Hair Care: চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা থেকে নিমেষে মিলবে মুক্তি! শুধু করতে হবে এই কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Take these cares to avoid split hair: আমাদের শারীরিক সৌন্দর্যের একটি মাপকাঠি হলো চুল। পুরুষ বা নারী যে কোনো মানুষের ক্ষেত্রেই সুন্দর চুল তার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তবে চুলকে সুন্দর ঝরঝরে করে রাখতে হলে অত্যন্ত যত্ন সহকারে চুলের পরিচর্যা করতে হয়। বিশেষ করে নারীরা লম্বা চুল রাখতে পছন্দ করেন। সে ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয় চুলের আগা ফেটে যাওয়ার (Split Hair Care)। অনেক সময় দেখা যায় অনেক যত্ন সহকারে লম্বা চুলের পরিচর্যা করলেও চুলের আগা ফেটে গিয়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়।

Advertisements

তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিউটিশিয়ানরা কয়েকটি পদ্ধতি মেনে চলার পরামর্শ দেন। চুলের যত্ন করার ক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মেনে চললে চুলের আগা ফেটে যাওয়ার (Split Hair Care) সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব হয়। দেখে নিন চুলের পরিচর্যায় কি কি পদ্ধতি অবলম্বন করবেন।

Advertisements

১) চুলের যত্ন করার জন্য ডিম অত্যন্ত কার্যকরী একটি দ্রব্য। ডিমের মধ্যে থাকা পুষ্টি গুণ গুলি চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে তুলতে বিশেষ ভাবে সহায়তা করে। এই ডিমের সঙ্গে আমন্ড অয়েল বা অলিভ অয়েল নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে সেই প্যাকটি ১ ঘণ্টা চুলে লাগিয়ে রাখা উচিত। এক ঘন্টা পর হেয়ার মাস্ক এর মত লাগিয়ে রাখা এই প্যাকটি জল দিয়ে ধুয়ে ফেললে চুলের আগা ফেটে (Split Hair Care) যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।

Advertisements

আরও পড়ুন ? Effective Tips for Hair Loss: মাথায় চিরুনি দিলেই উঠছে গোছা গোছা চুল! সমাধান মিলবে এই ৫ উপায়ে

২) চুলের পরিচর্যার জন্য তেল অত্যন্ত উপকারী। তবে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করতে পছন্দ করেন। বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন শ্যাম্পু করা একেবারেই উচিত নয়। প্রতিদিন শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার ফলে মাথার ত্বকে থাকা তেল গুলিও ধুয়ে যায়। এ ক্ষেত্রে চুল রুক্ষ হয়ে যায় এবং চুলের আগা ফেটে যায়।

৩) প্রতি সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করা উচিত। শ্যাম্পু করার আগে মাথায় নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল মিশিয়ে অন্তর ৪ ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করা উচিত। মাথার ত্বক বেশি তেলতেলে মনে হলে তেলটি মাথায় না লাগালেও চুলে অবশ্যই তেল লাগানো উচিত। এতে চুলের আদ্রতা বজায় থাকবে।

৪) চুলের পরিচর্যার ক্ষেত্রে নারকেল তেল অত্যন্ত উপকারী। চুলের গোড়া থেকে আগার দিকে নারকেল তেল গরম করে মালিশ করতে হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে চুলে নারকেল তেল মালিশ করার সময় খুব জোরে ঘষলে চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। হালকা হাতে নারকেল তেল চুলে লাগিয়ে রাখার অন্তত এক ঘণ্টা পর শ্যাম্পু ব্যবহার করে জলে ভালো করে চুলটি ধুয়ে নিতে হবে। নির্দিষ্ট সময় অন্তর এই কাজটি করলেও চুলের আগা ফেটে যাওয়ার (Split Hair Care) সমস্যা থেকে মুক্তি মিলবে।

৫) মধু হলো প্রাকৃতিক গুণ সমৃদ্ধ একটি উপাদান। চুলের যত্নে মধু অত্যন্ত উপকারী। টক দই এবং মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটি চুলের আগায় লাগিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে ধুয়ে ফেললে চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।

৬) বিশেষজ্ঞরা বলেন যে চুল গুলির আগা ফেটে গেছে সেগুলিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে ফেটে যাওয়া সেই চুল এর অংশ টুকু কেটে ফেলে তারপর বিভিন্ন পরিচর্যা করলে চুলের আগা ফেটে (Split Hair Care) যাওয়ার সমস্যা গুলি দূর হয়।

Advertisements