করোনা বিধি মেনে চলতি সপ্তাহেই ভক্তদের জন্য খুলছে তারাপীঠ মন্দির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই দফায় দফায় ভক্তদের জন্য বন্ধ হয়ে যায় বীরভূমের তারাপীঠের তারা মায়ের মন্দিরের দরজা। করোনার প্রথম ঢেউয়ে মন্দির দীর্ঘদিন বন্ধ থাকার পর দ্বিতীয় ঢেউয়েও গত ১৬ মে থেকে বন্ধ রয়েছে বীরভূমের অন্যতম খ্যাতনামা এই মন্দির। তবে এবার চলতি সপ্তাহেই ভক্তদের জন্য কঠোর করোনা বিধি মেনে খুলে দেওয়া হচ্ছে মন্দিরের দরজা।

Advertisements

Advertisements

সোমবার তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা একটি বৈঠক করে সিদ্ধান্ত নেন পুনরায় ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার। আগামী বুধবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন থেকে পুনরায় মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তবে মন্দিরের দরজা খুলে দেওয়া হলেও ভক্তদের জন্য একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে।

Advertisements

মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জী জানিয়েছেন, মন্দিরের দরজা পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হলেও ভক্তদের কঠোর করোনা বিধি নিষেধ মেনে চলতে হবে। সাধারণ সময়ের মতো ভাবলে চলবে না। মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে যেমন বাঁধা থাকছে না ঠিক তেমনি সকলের স্বাস্থ্যের কথাও ভাবতে হবে জনসাধারণকে।

মন্দির কমিটির তরফ থেকে বিধি নিষেধ সম্পর্কে বলা হয়েছে, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সব সময়ের জন্যই বাধ্যতামূলক। আর এই সকল মেনে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। তবে গর্ভগৃহে প্রবেশ করার পর মাকে জড়িয়ে প্রণাম করা, সেখানে দাঁড়িয়ে থেকে পুজো করা, ছবি তোলা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। গর্ভগৃহে প্রবেশ করার পর মায়ের চরণ যুগল রাখা থাকবে তা স্পর্শ এবং প্রণাম করেই গর্ভগৃহ থেকে বেরিয়ে আসতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভাবেই চালানো হবে।

Advertisements