রিচার্জ খরচ জোগাতে হিমশিম, খরচ কমাতে নয়া ফরমান Trai-র, দাম পড়বে অর্ধেক

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে Jio আসার পর সস্তায় গ্রাহকদের পরিষেবা দেওয়া শুরু হয়। এই টেলিকম সংস্থার হাত ধরে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও তাদের খরচ কমিয়ে দেয়। তবে এরপর হঠাৎ করে দেখা যায় প্রতিটি টেলিকম সংস্থা ধাপে ধাপে তাদের খরচ বাড়াতে শুরু করেছে। সেই খরচ বাড়ানোর ধারাবাহিকতা থামার নামগন্ধ নেই। এমন পরিস্থিতিতে রিচার্জ খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। তবে এই পরিস্থিতিতে লাগাম টানতে এবার আসরে নামল ট্রাই (Trai)।

সম্প্রতি দেখা গিয়েছে, Airtel ইউজার প্রতি গড় আয় বা ARPU বৃদ্ধি করার জন্য সর্বনিম্ন রিচার্জ ৯৯ টাকার প্ল্যান তুলে দিয়েছে। পরিবর্তে এখন গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জ প্ল্যান হিসেবে রিচার্জ করতে হচ্ছে ১৫৫ টাকা। একইভাবে Jio-ও বহু ক্ষেত্রেই গ্রাহকদের খরচ আগের তুলনায় বৃদ্ধি করেছে। এসবে লাগাম টানতেই সরকারের তরফ থেকে নয়া ফরমান জারি করা হবে খুব তাড়াতাড়ি বলে জানা যাচ্ছে।

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে Trai-এর তরফ থেকে খুব তাড়াতাড়ি টেলিকম সংস্থাগুলিকে এমন একটি নির্দেশ দিতে চলেছে যাতে গ্রাহকদের দ্বিতীয় সিম বাঁচিয়ে রাখার জন্য খরচ কম হয়। বহু ক্ষেত্রেই দেখা যায় ভারতীয়দের অধিকাংশই দুটি করে সিম কার্ড ব্যবহার করেন এবং একটি সিম কার্ডে আনলিমিটেড প্ল্যান রিচার্জ করে থাকেন। আর দ্বিতীয় সিম কার্ডে কেবলমাত্র সিম বাঁচানোর জন্য রিচার্জ করা হয়।

এক্ষেত্রে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নির্দেশ দেওয়া হতে পারে, যাতে টেলিকম সংস্থাগুলি এমন কোন রিচার্জ প্ল্যান লঞ্চ করে, যেগুলি রিচার্জ করে ব্যবহারকারীরা দ্বিতীয় সিম কার্ডের কেবল ইনকামিং কল এবং SMS অফার করে। আর এই সকল রিচার্জ প্ল্যানের খরচ যেন কম হয়।

Trai চাইছে গ্রাহকদের জন্য এমন কিছু রিচার্জ প্ল্যান আনা হোক যেগুলি ডেটা থাকবে না। কারণ দেশের বড় সংখ্যার ব্যবহারকারী এখনো পর্যন্ত ফিচার ফোন ব্যবহার করেন। সেক্ষেত্রে তাদের কল এবং এসএমএস সুবিধা দিলেই চলবে। মোটের উপর খরচ কমানোর জন্য ট্রাই টেলিকম সংস্থাগুলিকে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে। যদিও টেলিকম সংস্থাগুলির সেই সকল প্রস্তাব পছন্দ নয় বলেই জানা যাচ্ছে।