Tata AIG Car Insurance: থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকলেও চিন্তা নেই! TATA-র এই ব্যবস্থা দেবে পুরো ক্ষতিপূরণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tata AIG Car Insurance will provide full compensation even if there is third party insurance: নিজের স্বপ্নের গাড়িকে সুন্দর ও সুরক্ষিত করে রাখতে কে না চায়। কিন্তু কোনো দুর্ঘটনাবশত গাড়ির যদি কোনো রকম ক্ষতি হয় কি ক্ষেত্রে পকেট থেকে বেড়িয়ে যায় বেশ অনেকটাই টাকা। এই কারণে নিজের গাড়িকে সুরক্ষিত রাখতে আগে থেকেই করে রাখা উচিত একটি গাড়ি বীমা। নিজের গাড়ির ক্ষেত্রে একটি অতি সুরক্ষিত বীমা হল টাটা এআইজি-র স্ট্যান্ড-অ্যালোন ওন ড্যামেজ বীমা (Tata AIG Car Insurance)। এই বীমা করা থাকলে আপনার গাড়ি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে বীমার দ্বারা নানা অর্থনৈতিক সহায়তা পাবেন আপনি। বিশেষ করে ৫ বছরের কম পুরনো গাড়ির ক্ষেত্রে এই পলিসি করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়ি দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া বা গাড়ি চুরি হয়ে গেলে এই বীমা পলিসি আপনার অতিরিক্ত আর্থিক ব্যায় রোধ করবে।

Advertisements

যদিও স্ট্যান্ড-অ্যালোন থার্ড পার্টি প্ল্যানের সঙ্গে এই ধরনের বীমা পলিসির (Tata AIG Car Insurance) কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তবে এই পলিসি বাধ্যতামূলক না হলেও এটি করা থাকলে ৫০ শতাংশ পর্যন্ত নো ক্লেম বোনাস এর সুবিধা পাওয়া সম্ভব। এছাড়াও গাড়ি দুর্ঘটনায় নিজস্ব কোনো চোট বা আঘাত থাকলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই পলিসির আরো বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। কোন কোন ক্ষেত্রে এই পলিসি প্রযোজ্য হবে এবং কোন ক্ষেত্রে এই পলিসি কার্যকর হবে না জেনে নিন তার বিস্তারিত তথ্য।

Advertisements
যে ক্ষেত্রে এই বীমা পলিসি কার্যকর হবে
  1. কোনো পথ দুর্ঘটনা বা অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে যদি আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রে গাড়ি মেরামত করার কাজে এই পলিসির সহায়তা আপনি উপভোগ করতে পারবেন (Tata AIG Car Insurance) ।
  2. যে কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, বন্যা, শিলাবৃষ্টি ইত্যাদি প্রভাবে যদি আপনার গাড়িতে কোনো ক্ষতি হয় সে ক্ষেত্রেও এই বীমা পলিসি আপনার গাড়ির মেরামতের সমস্ত খরচ বহন করবে।
  3. কোনো কারণে যদি আপনার গাড়ি চুরি হয়ে যায় এবং সেই গাড়িটিকে আর খুঁজে পাওয়া না যায় সে ক্ষেত্রে এই বীমা পলিসি আপনাকে আর্থিক সহায়তা প্রদান করবে। সে ক্ষেত্রে আপনি আপনার হারানো গাড়িটির বর্তমান বাজার মূল্য হিসেবে আর্থিক ক্ষতিপূরণ লাভ করবেন। এছাড়াও যদি আপনার গাড়ি চুরি উদ্দেশ্যে আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রেও এই বীমা (Tata AIG Car Insurance) আপনাকে আর্থিক সহায়তা দেবে।
  4. কোনো কারণে যদি গাড়িতে আগুন লেগে যায় বা বিস্ফোরণের ফলে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রেও আপনি এই বীমা পলিসির সুবিধা পাবেন। শুধু তাই নয় কোনো মানুষের দ্বারা আপনার গাড়ি যদি ক্ষতির সম্মুখীন হয় অর্থাৎ বন্ধ, ধর্মঘট বা সন্ত্রাসবাদি হামলায় আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এই বীমা পলিসি আপনাকে আর্থিক সহায়তা দেবে।
  5. আরও পড়ুন ? How to claim insurance: কিভাবে ঝড় বৃষ্টিতে ক্ষতি হওয়া গাড়ির ইনস্যুরেন্স পাবেন

যে ক্ষেত্রে এই বীমা পলিসি কার্যকর হবে না
  1. আপনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তার ফলে যদি অপর কোনো ব্যক্তি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, সে ক্ষেত্রে তার চিকিৎসা সংক্রান্ত খরচ এই বীমা বহন করবে না।
  2. ট্রাফিক আইন লঙ্ঘন করলে, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে, সিগন্যাল না মেনে চলার ফলে কোনো দুর্ঘটনার কবলে পড়লে এই বীমা পলিসি (Tata AIG Car Insurance) কোনো ভাবেই কার্যকর হয় না।
  3. গাড়ি মেরামতির সময় গাড়ির অভ্যন্তরের কোনো যন্ত্রাংশ যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে এই বীমা কার্যকর হয় না। গাড়ির যন্ত্রাংশ সংক্রান্ত পলিসি গ্রহণ করতে হলে আপনাকে টাটা এআইজি-র জিরো ডেপ্রিসিয়েশন কভার নিতে হবে।
Advertisements