নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ ১৪ জুলাই ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) উৎক্ষেপণ করেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপণ করা হয়। সফল উৎক্ষেপণের পর ইতিমধ্যেই চন্দ্রযান ৩ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য দ্বিতীয় কক্ষপথে পৌঁছে গিয়েছে। যদিও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে এখনো অনেক সময় লাগবে, অবতরণ হবে আগামী ২৩ অথবা ২৪ আগস্ট।
ভারতীয় মহাকাশ গবেষণাগারের তরফ থেকে এই যে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করা হয়েছে তার পিছনে যেমন রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের বড় ভূমিকা, ঠিক সেই রকমই আবার দেশের বেশ কিছু সংস্থাও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই অভিযানের সঙ্গে যুক্ত। দেশের মোট ছয়টি সংস্থা এই অভিযানের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যুক্ত রয়েছে। তাদের মধ্যেই একটি হলো টাটা গ্রুপ (TATA Group)।
চন্দ্রযান ৩ সফল হলে যেমন ভারত বিশ্বের কাছে আলাদাভাবে একটি দৃষ্টান্ত তৈরি করবে, ঠিক সেই রকমই আবার বিশ্বের অন্যান্য দেশগুলিও অনেক সুবিধা পাবে। আবার এই অভিযান সফল হলে যেমন ইসরোর বিজ্ঞানীদের গর্ব হবে ঠিক সেই রকমই আবার শেয়ার বাজারের ছয়টি সংস্থায় বিনিয়োগকারীরাও বড়লোক হবেন। কারণ এই ছয় সংস্থায়ই জড়িয়ে রয়েছে চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত।
চন্দ্রযান ৩ এর সঙ্গে যুক্ত টাটা গ্রুপের টাটা স্টিল (Tata Steel)। চন্দ্রযান ৩ কে সফলভাবে মহাকাশে পাঠানোর জন্য রকেট উৎক্ষেপণ করা হয় আর রকেট উৎক্ষেপণের জন্য যে ক্রেন ব্যবহৃত হয়েছিল সেই ট্রেন তৈরি হয়েছিল টাটা স্টিল কারখানায়। সম্প্রতি চন্দ্রযান ৩ উৎক্ষেপণ হওয়ার পর টাটার তরফ থেকে একটি বিবৃতি জারি করে এমন অভিযানের সঙ্গে যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে গর্বের বিষয়টি জানানো হয়েছে।
Congratulations @isro on the successful launch of Chandrayaan-3! It's a matter of pride for us that the crane supplied by Tata Growth Shop played a crucial role in assembling the launch vehicle LVM3 M4 (Fatboy) at the Satish Dhawan Space Center.#TataSteel #ISRO #Chandrayaan3 pic.twitter.com/pSkxeZhBFr
— Tata Steel (@TataSteelLtd) July 19, 2023
টাটা গ্রুপের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “এটি আমাদের গর্বের বিষয়ে যে চন্দ্রযান ৩ উৎক্ষেপণের জন্য যে রকেট ব্যবহার করা হয়েছিল অর্থাৎ এলভিএম ৩ এম ৪ তার সংযোজন করতে আমাদের কারখানায় তৈরি ক্রেন ব্যবহার করা হয়েছিল। এমন অভিযানে টাটা স্টিল কারখানার তৈরি ক্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অত্যন্ত গর্বের।” জানা যাচ্ছে, যে ক্রেনটির কথা বলছে টাটা গ্রুপ সেই ক্রেনটি তৈরি করা হয়েছে জামশেদপুরের টাটা গ্রোথ শপে।