Tata Nano EV: অটোমোবাইল সেক্টরের উচ্চ স্তরের কোম্পানিগুলির মধ্যে অনন্য একটি কোম্পানি হল টাটা মোটরস। যে সংস্থার বেশ কিছু গাড়ি ক্রেতামহলে বেশ সাড়া ফেলেছিল। তবে টাটার আইকনিক গাড়ি টাটা ন্যানো বাজারে সেই ভাবে সফল হতে পারেনি। সম্প্রতি টাটার সেই ন্যানো গাড়ি (Tata Nano EV) নতুন রূপে নতুন ভাবে চমক দেখাতে আসছে ভারতীয় বাজারে। যা খুবই কম দামে নতুনত্ব ফিচার্স নিয়ে বাজারে পদার্পণ করতে চলেছে। তাই যাদের কম মূল্যে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে তাদের জন্য টাটার এই গাড়িটি বেশ উপযুক্ত। তাই চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক টাটার এই ন্যানো গাড়ির দাম ও নতুনত্ব বৈশিষ্ট্য সম্পর্কে।
প্রসঙ্গত বর্তমানে পেট্রোল গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির বেশ চাহিদা রয়েছে। সেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বৈদ্যুতিক গাড়ি কোম্পানিগুলো বাজারে আনছে নতুনত্ব ফিচারের দারুন দারুন গাড়ির মডেল। আর ঠিক তেমনটাই করলো টাটা মোটরস। সম্প্রতি ইলেকট্রিক ভেহিকেল রূপে টাটা ন্যানো গাড়িকে বাজারে আনছে টাটা মোটরস। খবর রয়েছে ডিসেম্বর মাসেই ভারতীয় অটোমোবাইল বাজারে লঞ্চ হবে এই বৈদ্যুতিক গাড়ি (Tata Nano EV)। যা টাটা ন্যানো গাড়ি সেক্টরে নতুন ট্রেন্ড আনবে।
প্রথমে জেনে নেওয়া যাক টাটা ন্যানো বৈদ্যুতিক (Tata Nano EV) গাড়ির ব্যাটারি প্যাক সম্পর্কে। মূলত শহরের রাস্তায় চালানো যাবে সেই হিসেবেই বিশেষভাবে নির্মিত হয়েছে এই টাটা ন্যানো গাড়িটি। টাটার এই বৈদ্যুতিক ন্যানো গাড়িতে ব্যাটারি প্রদান করা হয়েছে ১৭ কিলোওয়াটের। যে ব্যাটারিতে সম্পূর্ণ সিঙ্গেল চার্জ দিলে ভ্রমণ করা যাবে প্রায় ৩১২ কিলোমিটার পথ। সম্পূর্ণ চার্জের সময়সীমা ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত। প্রতি ঘন্টায় জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে এই গাড়িটি। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ রয়েছে ৮০ কিলোমিটার।
আরো পড়ুন: বৈদ্যুতিক স্কুটারের বাজারে সাড়া ফেলে দিয়েছে এই স্কুটারটি, জানুন যাবতীয় খুঁটিনাটি
এছাড়াও টাটা ন্যানো ইভিতে (Tata Nano EV) যে অত্যাধুনিক ফিচারসগুলি রয়েছে তা হলো পাওয়ার উইন্ডোজ ব্লুটুথ কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি, পাওয়ার স্টিয়ারিং, ৬ স্পিকার সাউন্ড সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক বেকফোর্স ডিস্ট্রিবিউশন, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ অন্যান্য বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে টাটার এই ন্যানো বৈদ্যুতিক গাড়িটিতে।
পাশাপাশি টাটার ন্যানো ইভিতে যাতায়াতের জন্য ৪টি সিট দেওয়া হয়েছে। গাড়িটির মোট দৈর্ঘ্য রয়েছে ৩,১৬৪ মিমি, চওড়ায় রয়েছে ১,৭৫০ মিমি, ২,২৩০ মিলিমিটার রয়েছে হুইল বেস, ১৮০ মিমি রয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দাম সম্পর্কে জানা গেছে চার সিটের টাটার এই বৈদ্যুতিক ন্যানো গাড়িটি ২.৫০ লক্ষ টাকা মূল্য নিয়ে ভারতীয় বাজারে লঞ্চ হবে।