Tata Punch fulfilled dream of Ratan Tata with Nano: বেশ কিছু মাস গাড়ি বিক্রির বাজারে সিঁদুরে মেঘ দেখেছিল টাটা মোটরস। তবে কথায় আছে সব দিন সমান যায় না। সেই নিরিখে নতুন বছরের মার্চ-এপ্রিলে চমক দিল টাটা মোটরস। গাড়ি বিক্রির তালিকায় মারুতি সুজুকিকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করল টাটা পাঞ্চ (Tata Punch)। কত ইউনিট সংখ্যা নিয়ে বেস্ট সেলিং তকমা পেলে টাটা পাঞ্চ? প্রকাশ এলো তথ্য।
বেস্ট সেলিং তালিকায় টানা দু’মাসের চমক দেখালো টাটা পাঞ্চ (Tata Punch)। মারুতি সুজুকি, ব্যালনের মতো গাড়িকে টেক্কা দিল টাটা মোটরসের এই গাড়ি। শুধু তাই না, নামজাদা SUV গাড়িকেও টেক্কা দিয়েছে এই বিষয়ে। যা শুধু পেট্রোলে নয়, পেট্রোল, ইলেকট্রিক, সিএনজি ভার্সনে বিক্রি রয়েছে টাটা পাঞ্চের। টাটা ন্যানোকে নিয়ে এমনই এক স্বপ্ন দেখেছিলেন রতন টাটা। স্বপ্ন দেখেছিলেন তার গাড়ি দেশে সবচেয়ে বেশি বিক্রি হবে।
যদি পেট্রোল ইঞ্জিনের কথা বলি, এই টাটা পাঞ্চের রয়েছে ১.২ লিটারের ইঞ্জিন। যা সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে ৮৮ পিএস এবং টর্ক উৎপন্ন করে ১১৫ এনএম। রয়েছে ৫ স্পিড ম্যানুয়ালসহ ৫ স্পিড অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। সুরক্ষার দিক দিয়েও এই ৫ সিটের গাড়িতে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। অপরদিকে সিএনজির ভ্যারিয়েন্টে এই গাড়ি শক্তি এবং তর্ক উৎপন্ন করে ৭৮ পিএস এবং ১০৩ এনএম। তবে এতে ৫ স্পিড অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন মেলে না। মেলে শুধু ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।
আরও পড়ুন ? শুধু ১ লাখ নয়, লঞ্চ হয়েছিল ২২ কোটি টাকা দামেরও টাটা ন্যানো! এই গল্প আপনিও জানেন না
এছাড়াও, টাটা পাঞ্চে রয়েছে ইলেকট্রিক ভার্সন। যার ব্যাটারি প্যাক রয়েছে ২৫ কিলোওয়াট। যা ৩১৫ কিলোমিটার রেঞ্জ দেয় সিঙ্গল চার্জে। তবে যদি টপ মডেল চান সেক্ষেত্রে ৩৫ কিলোওয়াটের ব্যাটারি পাবেন। যার সিঙ্গল চার্জে রেঞ্জ পাওয়া যাবে ৪২১ কিলোমিটার। শক্তি উৎপন্ন করার ক্ষমতা রয়েছে ৯০ কিলোওয়াট। গত বছরেই লঞ্চ হয়েছে টাটা পাঞ্চ ইলেকট্রিক ভার্সন। দাম শুরু ১০.৯৯ লাখ টাকা এবং সর্বোচ্চ দাম রয়েছে ১৫.৪৯ লাখ টাকা।
অপরদিকে ৬.১৩ লাখ টাকা থেকে শুরু টাটা পাঞ্চের দাম। ৫ সিট যুক্ত যে গাড়িতে মেলে সুরক্ষার অত্যাধুনিক ব্যবস্থা। এদিক থেকেও টপে রয়েছে এই গাড়ি। চাইল্ড সেফটি রেটিং রয়েছে ৪ স্টার এবং অ্যাডাল্ট সেফটি রেটিং রয়েছে ৫ স্টার। সেলিং-এর দিক থেকে গত মার্চ মাসে এই গাড়ি বিক্রি হয়েছে ১৭,৫৪৭টি ইউনিট। গত এপ্রিলে তার সংখ্যা আরো বেড়েছে ১৯,১৫৮টি ইউনিট। বছরের হিসাব বলছে, ২০২৪ অর্থবর্ষে টাটা পাঞ্চ (Tata Punch) এবং নেক্সন মিলিয়ে টাটা মোটরসের সেলিং সংখ্যা রয়েছে ১৭০,০৭৬টি। যা আগামী বছরে ২ লাখ স্পর্শ করার ইঙ্গিত দিচ্ছে।