Tata Steel has set a record for steel production in the financial year 2023-24: দেশীয় বাজারে ম্যাজিক দেখালো টাটা স্টিল। ২০২৩-২৪ অর্থবর্ষে বেশি পরিমাণ ইস্পাত তৈরি করে পূর্ব রেকর্ড ভাঙলো টাটা (Tata Steel Record)। যা বর্তমান সময় পর্যন্ত ভারতীয় ইস্পাত উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড। পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩-এর অর্থবর্ষের তুলনায় গত অর্থবর্ষে কত শতাংশ বেশি অপরিশোধিত স্টিল উৎপাদন করল টাটা সংস্থা? বিদেশের বাজারেই বা কেমন নজির গড়লো এই সংস্থা? কি বলছে পরিসংখ্যান?
আমরা সকলেই জানি অর্থবর্ষ শুরু হয় বছরের এপ্রিল মাস থেকে। সেই অনুযায়ী গত মার্চ মাসে শেষ হয়েছে ২০২৩-২৪ সালের অর্থবর্ষ। আর সেই অর্থবর্ষের শেষের দিকেই দেশীয় বাজারে অধিক পরিমাণ অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে নজির গড়লো টাটা স্টিল সংস্থা (Tata Steel Record)। পরিসংখ্যান বলছে পূর্বের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষে ৪ শতাংশ ইস্পাত উৎপাদন বৃদ্ধি পেয়েছে ভারতে। গত অর্থবর্ষে দেশীয় বাজারে মোট ইস্পাত উৎপাদন হয়েছে ২ কোটি ৮ লক্ষ মেট্রিক টন ইস্পাত। যা এখনো পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড।
মূলত দেশীয় বাজারে চাহিদা বেড়েছে স্টিলের। পূর্বের তুলনায় প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইস্পাত সরবরাহ। যার ফলে পরিসংখ্যান বলছে গত অর্থবর্ষের শেষ তিন মাসেই উৎপন্ন হয়েছে অধিক পরিমাণ ইস্পাত। যার পরিমাণ প্রায় ৫৩ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন অপরিশোধিত ইস্পাত। তবে দেশীয় বাজারে টাটা স্টিল চমক দেখালেও বিদেশে চমক দেখাতে পারেনি টাটা সংস্থা। বরং কিছুটা ভাটা পড়েছে বিদেশি টাটা স্টিল সংস্থায়।
আরও পড়ুন ? Hindustan Petroleum: পেট্রোল পাম্পেই হবে ইলেকট্রিক গাড়ি চার্জ, HPCL-এর চুক্তি হয়ে গেল TATA-দের
উদাহরণস্বরূপ নেদারল্যান্ডসে ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে টাটা স্টিল যে পরিমাণ অপরিশোত ইস্পাত উৎপাদন করেছিল তার তুলনায় ইস্পাত উৎপাদন অনেকটাই কমে গিয়েছে গত অর্থবর্ষে। পরিসংখ্যানের হিসাব অনুযায়ী প্রায় পূর্বের তুলনায় গত অর্থবর্ষে ২৪ শতাংশ ইস্পাত উৎপাদন কম হয়েছে নেদারল্যান্ডসে। ২০২৩ থেকে ২৪ অর্থবর্ষে নেদারল্যান্ডসে টাটা মোট ৪০ লাখ ৮০ হাজার মেট্রিক টনের কাছাকাছি অপরিশোধিত স্টিল উৎপাদন করেছে।
অপরদিকে ব্রিটেন বাজারেও ইস্পাত উৎপাদনের অবস্থা খুব একটা ভালো নয়। পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে যে হারে টাটা অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল তা থেকে অনেকটাই ইস্পাত উৎপাদন কমে গিয়েছে ২০২৩-২৪-এ। সব মিলিয়ে গত অর্থবর্ষে ব্রিটেন বাজারে ৩০ লাখ ২ হাজার মেট্রিক টন ইস্পাত উৎপাদন করেছে টাটা স্টিল সংস্থা (Tata Steel Record)। ফলে ভারতীয় বাজারে টাটা স্টিল সংস্থার নতুন ইতিহাস লেখা হলেও বিদেশে সেরকম নজির গড়তে পারেনি এই সংস্থা।