নিজস্ব প্রতিবেদন : দিন দিন পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়া এবং প্রকৃতিকে বাঁচানোর তাগিদে বেড়ে চলেছে ব্যাটারি চালিত যানবাহনের ব্যবহার। এমত অবস্থায় সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড নিয়ন্ত্রণাধীন সংস্থা স্ট্রাইডার ভারতের বাজারে নিয়ে এলো দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল। সংস্থার তরফ থেকে সম্প্রতি এই দুটি ই-বাইসাইকেল লঞ্চ করার কথা ঘোষণা করেছে।
সংস্থার তরফ থেকে সম্প্রতী যে দুটি ই-বাইসাইকেল লঞ্চ করার ঘোষণা করেছে সেই দুটি ই-বাইসাইকেল হল Contino ETB 100 এবং Voltic 1.7। এই দুটি ই-বাইসাইকেল লঞ্চ করার পাশাপাশি তারা জানিয়েছে, যেকোনো ধরনের রাস্তায় দুর্দান্ত বাইকিং-এর অভিজ্ঞতা দেবে এই দুটি ই-বাইসাইকেল। কোম্পানির বিশ্বাস, ভারতের বাজারে এই দুটি ই-বাইসাইকেল গেম চেঞ্জিং প্রোডাক্ট হতে বেশি সময় লাগবে না।
এই সংস্থার এই দুটি ই-বাইসাইকেল লঞ্চ হওয়ার পাশাপাশি জানা গিয়েছে তাদের দাম। Tata Styder Contino ETB-100 নামের যে মডেলটি রয়েছে তার দাম জানা যাচ্ছে ৩৭,৯৯৯ টাকা এবং Tata Styder Voltic 1.7 মডেলটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৫। দুটি মডেলের ক্ষেত্রেই দু’বছরের জন্য ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা।
Tata Styder Contino ETB-100 তে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, কি লকড ব্যাটারি, স্মার্ট রাইড অর্থাৎ ব্রেক চাপলে পাওয়ার কেটে যাবে এবং এলইডি হেডল্যাম্প। এই মডেলের ই-বাইসাইকেলটি একবার চার্জ দিলে যাবে ৬০ কিলোমিটার। হিসাব মত এই ই-বাইসাইকেলটি চালাতে প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র ৬ পয়সা অর্থাৎ ১০০ কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ৬ টাকা।
Tata Styder Voltic 1.7 তে রয়েছে ২৬০ ওয়াট ক্ষমতার মোটর ও ৪৮ ভোল্টের হেভি-ডিউটি লিথিয়াম-আয়ন ব্যাটারি, সাসপেনশন ফর্ক, বড় টায়ার, রিমুভেবল ব্যাটারি। এই ই-বাইসাইকেলটির ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র তিন ঘন্টা।