নিজস্ব প্রতিবেদন : নিজেদের কষ্টার্জিত আয়ের উপর যাতে বেশি টাকা সুদ পাওয়া যায় তার জন্য অধিকাংশ মানুষ সঞ্চয় করে থাকেন। সঞ্চয় করার ক্ষেত্রে ব্যাঙ্ক, পোস্ট অফিস সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে দেখা যায়। ঠিক সেইরকমই লাভজনক একটি প্রকল্প হল পিপিএফ বা পাবলিক প্রফিডেন্ট ফান্ড (PPF)। যারা এই প্রকল্পে বিনিয়োগ (PPF Benefits) করতে চান বা করে থাকেন তাদের জন্য সুখবর দিল কেন্দ্র।
কেন্দ্রে ক্ষমতায় আসার পর মোদি সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল পিপিএফ। ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস দুই জায়গাতেই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহকরা। ন্যূনতম ৫০০ টাকা থেকে শুরু করে বছরে দেড় লক্ষ টাকা লগ্নি করা যায় এই প্রকল্পের আওতায়। একটি অর্থ বর্ষে ১২ কিস্তিতে টাকা জমা করার সুযোগ থাকে। অন্যদিকে যদি কেউ এক অর্থ বর্ষে একবারও টাকা জমা না করেন তাহলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল 80C ধারা অনুসারে বিনিয়োগকারীদের বিনিয়োগের উপর যে সুদ পাওয়া যায় তার পুরোপুরিভাবে করমুক্ত হয়। আবার এই প্রকল্পে সুদের পরিমাণও অনেকটাই বেশি (৭.১%)। যে কারণে এই প্রকল্পে যারা বিনিয়োগ করে থাকেন তাদের মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেটের মত ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে হয় না। যে কারণে মেয়াদ শেষে মোটা টাকা সুদ পাওয়ার পাশাপাশি সেই সুদের ওপর কোন কর দিতে হয় না বিনিয়োগকারীদের।
আরও পড়ুন ? PPF new rules: PPF থেকে স্মল সেভিংসের নিয়মে বদল! এবার মিলবে ব্যাপক সুবিধা
অন্যদিকে এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করার পর ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। হঠাৎ করে টাকা দরকার হলে বিনিয়োগ করার পাঁচ বছর পর ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা। এক্ষেত্রে ওই বিনিয়োগকারী যত টাকা বিনিয়োগ করেছেন তার ২৫ শতাংশ ঋণ হিসেবে দেওয়া হয়ে থাকে। সুতরাং একটি প্রকল্পেই একাধিক সুবিধা দেওয়া হয়, যাতে করে বিনিয়োগকারীদের কোন অসুবিধা না হয়।
এক্ষেত্রে চলতি অর্থ বর্ষে যে সকল বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্ট খোলার চিন্তাভাবনা করছেন তাদের কাছে আর মাত্র কয়েক দিন সময় রয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। কেননা ৩১ মার্চ পার হয়ে গেলেই শুরু হয়ে যাবে নতুন অর্থ বর্ষ। নতুন অর্থবর্ষে এত ভালো একটি বিনিয়োগ প্রকল্পে যদি কোন পরিবর্তন আনা হয় তাহলে এই সুযোগ আর পাওয়া যাবে না। সুতরাং যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে এই প্রকল্পে বিনিয়োগের জন্য।