Teacher Transfer: ইতিমধ্যে শেষ হয়েছে চলতি বছরের উৎসব-পার্বণ। আর সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই বড় খবর শোনালো রাজ্য শিক্ষাসচিব। শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বিরাট পরিবর্তন (Teacher Transfer)। বিশেষত যারা বা যেসব ব্যক্তিরা রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত তাদের জন্যই এই পরিবর্তন। শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আনতে চলেছে রাজ্য শিক্ষা দফতর? এতে শিক্ষকদের সুবিধা নাকি সমস্যা? রাজ্যের শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি। তাই জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
সাম্প্রতিক ‘এডুকেশন ইস্ট সামিস্ট ২০২৪’ আয়োজন করেছে CII Eastern Region। আর সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষা দপ্তরের বিরাট সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্য স্কুল শিক্ষা দফতর প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার। এদিন অর্থাৎ শনিবার তিনি ঘোষণা করেন আবার শুরু হবে স্কুল শিক্ষকদের বদলি (Teacher Transfer) প্রক্রিয়া।
সিআইআই ইস্টার্ন রিজিয়নের আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে এই বিরাট সিদ্ধান্তের কথা মূল বক্তব্যে জানান বিনোদ কুমার। তিনি বলেন যে সাম্প্রতিক সময়ে রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাত ৩০:১। তাই তারা শিক্ষকদের পুর্নবন্টনের ব্যবস্থার বাস্তবায়ন করতে চলেছেন। এই পুর্নবন্টনের মূল লক্ষ্য হলো ছাত্র-শিক্ষক অনুপাত বজায় রাখা। এর মাধ্যমে কম শিক্ষার্থী, বেশি শিক্ষক এবং বেশি শিক্ষার্থী, কম শিক্ষক স্কুলের ব্যবধান কমবে।
আরো পড়ুন: MBBS পরীক্ষার নিয়মে আসছে বদল, স্বচ্ছতা বজায় রাখতে মানতে হবে কড়া নির্দেশ
এই প্রসঙ্গে জানিয়ে রাখি PTR বজায় রাখার জন্য গত ২০২৩ সালে শিক্ষক বদলির (Teacher Transfer) প্রক্রিয়া শুরু হয়েছিল। ১৯৯৭এর ধারা ১০সি অধীনে প্রশাসনিক বদলির বিধান প্রয়োগ করে শিক্ষকের বদলির প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন আইন। বদলি প্রক্রিয়ায় সারপ্লাস হিসেবে চিহ্নিত করা হয়েছিল প্রায় ৬০০ জন শিক্ষককে। কিন্তু পরবর্তীকালে এই প্রক্রিয়া স্থগিত রয়ে যায়।
বদলির প্রক্রিয়া শুরু হলে ওই সময় প্রশাসনিক বদলির বিধানে বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বেশ কিছু শিক্ষক সংগঠন। আর তখনই এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়। তবে সুপ্রিম কোর্ট রায় দেয় রাজ্য সরকারের প্রশাসনিক বিধান প্রয়োগে শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু করা যাবে। অর্থাৎ এক রাজ্য সাহায্য প্রাপ্ত স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষকদের বদলি (Teacher Transfer) করার নির্দেশ দেয় প্রধান বিচারালয়। আর সুপ্রিম কোর্টের ঘোষণার পরেই বদলি প্রক্রিয়া শুরু করে রাজ্য স্কুল দফতর। খবর হয়েছে ইতিমধ্যে প্রায় সব স্তরের বিদ্যালয় মিলিয়ে সারপ্লাস হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৩০০ শিক্ষককে। যে প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।