শিক্ষক দিবসে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শিক্ষক শিক্ষিকা ও কৃতি পড়ুয়াদের সম্মাননা

লাল্টু : দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আজ দুবরাজপুর পৌরসভা কক্ষে প্রতি বছরের মত শিক্ষক দিবস উপলক্ষে দুবরাজপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এদিন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমল কান্তি দাস, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযুষ পাণ্ডে, প্রাক্তন উপ পৌর প্রধান মির্জা সৈকত আলি, বিশিষ্ট শিক্ষক সােমনাথ মুখার্জী সহ অন্যান্যরা।

২০০৫ সাল থেকে এই সম্মাননা দেওয়ার উদ্যোগ নেয় দুবরাজপুর পৌরসভা। প্রথম প্রথম শিক্ষক-শিক্ষিকাদের এই সম্মাননা দেওয়ার উদ্যোগ নেন তৎকালীন দুবরাজপুর শহরের কংগ্রেস পৌরপতি পীযূষ পান্ডে। বর্তমানে তিনি তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি। এই সম্মাননা অনুষ্ঠান ধীরে ধীরে বাড়তে থাকে, পৌঁছে যাই এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের কাছেও। এবছর দুবরাজপুর শহরের ৬০ শতাংশের বেশি নাম্বার পাওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২২৫ জন পড়ুয়াকে এই সম্মাননা দেওয়া হয়, যদিও আগে সম্মাননা হিসেবে এলাকার সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হতো।

দুবরাজপুর পৌরসভার প্রশাসনিক দায়িত্বে থাকা সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল বলেন, দেশ বা রাজ্যের মূল চালিকা শক্তি শিক্ষা। বর্তমানে শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটলেও ড্রপ আউট সম্পর্কে তিনি সচেতন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী ও প্রাসঙ্গিকতা নিয়ে আলােচনায় অংশ নেন
উপস্থিত অতিথিরা।