Winter Update South Bengal: থর থর করে কাঁপবে দক্ষিণবঙ্গ, ফের কবে জাঁকিয়ে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় সেই ভাবে শীতের (Winter Update) দেখা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে তখনই শীত আবার তখনই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই এমন পরিস্থিতির মধ্যে পড়ে নাজেহাল অবস্থার দক্ষিণবঙ্গবাসীরা। এমন পরিস্থিতিতে কবে থেকে ফের জাঁকিয়ে শীত পড়বে তার দিকেই তাকিয়ে বাসিন্দারা। ফের কবে জাঁকিয়ে শীত পড়বে সেই বিষয়ে এবার হাওয়া অফিসের তরফ থেকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো।

বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে আবহাওয়ার এমন খামখেয়ালিপণা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের কারণেই দক্ষিণবঙ্গের আকাশে জলীয়বাষ্পের আগমন হয়েছে এবং তার জেরে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টির এই সম্ভাবনা তৈরি হওয়ার কারণেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী।

দক্ষিণবঙ্গের যে কয়েকটি জেলায় হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সব জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়া, এই দুইয়ের সংঘাতে বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টি হলেও তা হবে নামমাত্র। শুক্রবার এবং শনিবার তেমন নামমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন 👉 Winter fashion ideas: হাজার হাজার টাকা নয়, মাত্র ২০০ টাকা থেকেই মিলবে শীতের পোশাক! রইল ঠিকানা

দক্ষিণবঙ্গের পশ্চিমের ৯ জেলা ছাড়াও তুষারপাতেরর সম্ভাবনার কথা জানানো হয়েছে দার্জিলিংয়ে। এছাড়াও কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের বীরভূম সহ একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রার দিন দুয়েক আগে যেখানে ১০ ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছিল তা এখন বেড়ে দাঁড়াতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রিতে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে।

তবে এসব কাটিয়ে আগামী ১০ জানুয়ারি থেকে নতুন করে দক্ষিণবঙ্গের শীতের ইনিংস লক্ষ্য করা যাবে। পূবালী হওয়ার কারণে জলীয় বাষ্প এবং পশ্চিম ঝঞ্জার ঝঞ্ঝাট কাটিয়ে ফের একবার তাপমাত্রার পারদ নামবে। ফের একবার ১০ জানুয়ারি থেকে জাঁকিয়ে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা পারদের খুব একটা না হলেও পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পারদে অনেকটাই পতন লক্ষ্য করা যেতে পারে।