Tesla Showrooms: কলকাতা অতীত! এবার টেসলার শোরুমের জায়গায় দৌড়ে এই সব রাজ্য

Leaving Kolkata, Tesla is looking for land for showrooms in these states: কিছুদিন আগেই খবর এসেছে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজার দখল করতে আসছে টেসলা কোম্পানি। কারখানা তৈরির জন্য দেশের বিভিন্ন রাজ্যে জায়গা খুঁজছে টেসলা। যার মধ্যে তালিকায় রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু,গুজরাট, রাজস্থান। এই আবহেই কারখানা খোলার পাশাপাশি শোরুম খোলার পরিকল্পনা করছে টেসলা (Tesla Showrooms)। দেশের বিভিন্ন রাজ্যে খুঁজছে ৩ হাজার থেকে ৫ হাজার স্কোয়ার ফুট জায়গা। তালিকায় কলকাতা কী আছে?

প্রসঙ্গত, গত কয়েক বছরে হু হু করে বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের দাম। সেই নিরিখে ক্রেতাদের সুবিধার্থে বাজারে এসেছে ইলেকট্রিক গাড়ি। বিভিন্ন কোম্পানি বাজার দখল করতে আনছে বিভিন্ন মডেলের বৈদ্যুতিক গাড়ি। পরিসংখ্যান অনুযায়ী গত বছরে যে পরিমাণ গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে ২ শতাংশ বিক্রি হয়েছে ইলেকট্রিক গাড়ি। ফলেই বিশেষজ্ঞদের অনুমান আগামী বছরগুলিতে এই গাড়ি বিক্রির সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ফলেই ভারতের বাজারে টেসলা গাড়ির শোরুম (Tesla Showrooms) ওপেন করলে যে বিশেষ অবদান রাখবে তা বলার অপেক্ষা রাখে না।

খবর রয়েছে, টেসলার গাড়ির শোরুম খোলার তালিকায় শীর্ষে রয়েছে বাণিজ্য নগর এবং রাজধানী এই দুই জায়গা। অনুমান টেসলা কোম্পানি প্রথম পর্যায়ে মুম্বাই এবং দিল্লিতে ঝাঁ চকচকে শোরুম খোলার পরিকল্পনা করছে। যেখানে সারি সারি ভাবে সাজানো থাকবে বৈদ্যুতিক গাড়ি। তাহলে কী এই তালিকায় কলকাতা জায়গা করতে পারেনি? কোম্পানির পরিকল্পনা অনুযায়ী শোরুম খোলার তালিকায় কলকাতা যে নেই তা একদম স্পষ্ট।

আরও পড়ুন 👉 Elon Musk TATA Deal: টাটাদের থেকে এই জিনিসটি নেবেন মাস্ক! ভারতে আসার আগেই হয়ে গেল বড় ডিল

এলন মাস্ক তার এই নয়া উদ্যোগে কত টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছেন? সূত্র জানাচ্ছে দেশীয় গাড়ির বাজারে এলন মাস্ক টেসলা কোম্পানি তরফে ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আনতে পারেন। যা ব্যবহার করতে পারেন কারখানা, শোরুম, ইলেকট্রিক গাড়ির সাথে জড়িত ইকো সিস্টেম তৈরিতে। তবে এই টাকা একেবারে নাকি ধাপে ধাপে বিনিয়োগ করবেন তা অস্পষ্ট রয়েছে। খবর হয়েছে খুব শীঘ্রই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করতে আসবেন এলন মাস্ক। যার ফলে আশা করা যাচ্ছে টেসলা (Tesla Showrooms) এবং মহাকাশ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক বিষয়ে কিছু বড় ঘোষণা হতে পারে।

টেসলার মেক-ইন-ইন্ডিয়ার পরিকল্পনায় গাড়ির দাম কত হতে পারে? রিপোর্ট বলছে, প্রাথমিক পর্যায়ে দেশীয় বাজারে টেসলার গাড়ির দাম শুরু হতে পারে ২০ থেকে ৩০ লাখ টাকার মধ্যে। তবে এই দাম রাখার জন্য কোম্পানিকে একাধিক সুবিধা এবং বৈশিষ্ট্য কাটছাঁট করতে হবে। তবে দেশীয় বাজারে টেসলার আগমন ঘটলে প্রতিদ্বন্দ্বিতা করবে টাটা মোটরস, মাহিন্দ্রা, হুন্ডাই এবং এমজি মোটর।