বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত পাঁড়ুই, অভিযোগ তৃণমূলের দিকে

অমরনাথ দত্ত : পাঁড়ুই থানার অন্তর্গত লেব্রা গ্রামের শেখ রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পাঁড়ুই থানা এলাকার এই গ্রাম। যদিও তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগকে মিথ্যা বলে দাবি করা হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে।

বোমাবাজির এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ। তবে এই বোমাবাজির ঘটনা এই প্রথম নয়। শেখ রেজাউলের পরিবারের সদস্যদের অভিযোগ দিন পনেরো আগে একইভাবে বাড়িতে বোমা ছুঁড়ে চলে যায় দুষ্কৃতীরা। আর বারবার এই বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটছে ওই পরিবারের।

পরিবারের গৃহবধূ শরীফা বিবি জানান, “তৃণমূলের সিরাজুল করা করাচ্ছে। আর তিন চার জন মিলে বোম মারতে আসছে। আগে আমরা তৃনমূল করতাম। কিন্তু এখন কোন দল করি না। আমরা বলে দিয়েছি আমরা এখন কোন দল করবো না। ওরা আতঙ্ক সৃষ্টি করার জন্য বারবার এইভাবে বোম মেরে যাচ্ছে।” পাশাপাশি তাদের আরও অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে।

স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল শা’র তরফ থেকে জানানো হয়, “ওদের আমরা দুর্নীতির জন্য দল থেকে বের করে দিয়েছি। এখন ওরা বিজেপির ছত্রছায়ায় রয়েছে। এর আগেও একবার ওর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছিল। কিন্তু পুলিশ তদন্ত করে দেখে ওই বোমাবাজির ঘটনা ওরা নিজেরাই ঘটিয়েছিল। ওর বাড়িতে, গোয়াল ঘরে বোমা পাওয়া গেছিল। সুতরাং ওরাই বিজেপির ছত্রছায়ায় থেকে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।”