FD interest rate: বদলে গেল দেশের সেরা ১০ ব্যাঙ্কের সুদের হার, জেনে নিন নতুন FD রেট

Prosun Kanti Das

Published on:

Advertisements

The first 10 banks of the country brought changes in interest rates for customers: সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে বিভিন্ন রকম পদক্ষেপ নেয়। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা জীবনের সবথেকে বড় ও সুরক্ষিত সিদ্ধান্ত। ফিক্সড ডিপোজিট বা FD তে আপনি যদি অর্থ বিনিয়োগ করেন সেটি যে শুধু ভালো অর্থ সঞ্চয়ের উপায় তাই নয়, অর্থ উপার্জনের একটা ভালো মাধ্যম। যারা অর্থ বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের প্রথম পছন্দ হলো ফিক্সড ডিপোজিট (FD)। বিনিয়োগকারীরা কিন্তু সবসময় নিশ্চিন্ত থাকেন, কারণ ফিক্সড ডিপোজিটে নিজেদের অর্থ সবসময় সুরক্ষিত থাকে। FD তে সুদের হার(FD interest rate)বেশ ভালো এবং আমানতকারী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগের উপর ভালো রিটার্ন পায়।

Advertisements

আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে ফিক্সড ডিপোজিটের উপর যে সুদের হার দেওয়া হয় সেটা বিনিয়োগকারী যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে তার ওপর নির্ভর করে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরদা প্রভৃতি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি তারা ফিক্সড ডিপোজিটের যে পরিমাণ সুদের হার(FD interest rate) নির্ধারণ করেছে তাতে বিশাল রকম পরিবর্তন এনেছে। কত শতাংশ সুদের হার দিচ্ছে এই বড় বড় ব্যাংকগুলি? ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ২ কোটি টাকার যেসব কম মূল্যের ফিক্সড ডিপোজিট রয়েছে তাদের সুদের হার নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Advertisements

একঝলকে দেখে নিন দেশের কয়টি সেরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর সুদের হার(FD interest rate)সম্পর্কে। আইসিআইসিআই ব্যাঙ্ক গ্রাহকদের এফডি-এর উপর ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ সুদের হার দিচ্ছে। এছাড়া, পঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক (পিএনবি) কিন্তু ফিক্স ডিপোজিটের উপর 3.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদের হার হলো ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ। এবার জেনে নিন ইয়েস ব্যাঙ্ক এর এফডি রেট সম্পর্কে। সাধারণ গ্রাহকদের জন্য ৩.২৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট এর সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ। অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরদা তার গ্রাহকদের এফডি-তে ৩.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হলো ৩.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ।

Advertisements

অপরদিকে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এফডি র ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ২.৭৫ শতাংশ থেকে ৭.২০ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ৩.২৫ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ সুদের হার দিচ্ছে। এছাড়া, ইউনিয়ন ব্যাঙ্ক এফডি-র সুদের হার(FD interest rate) দিচ্ছে সাধারণ গ্রাহকদের ৩.০০ শতাংশ থেকে ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ। অ্যক্সিস ব্যাঙ্ক কিন্তু তার গ্রাহকদের এফডি-তে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ দিচ্ছে। অন্যদিকে, কানাড়া ব্যাঙ্ক দিচ্ছে সাধারণ গ্রাহকদের ৪.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদের হার।

এছাড়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার অফার করা ফিক্সড ডিপোজিট এর উপর তার গ্রাহকদের ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ সুদের হার দিচ্ছে। অন্যদিকে, এইচ়ডিএফসি ব্যাঙ্ক কিন্তু তাদের ফিক্সড ডিপোজিট এ সাধারণ গ্রাহকদের ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে।

Advertisements