ঘোষিত হল বিশ্বসেরা রাষ্ট্রনেতাদের নাম, কত নম্বরে মোদি? কত নম্বরে বাইডেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের কোন রাষ্ট্রনেতা (Famous Leader in World) সবচেয়ে বেশি জনপ্রিয় তা নিয়ে হামেশাই সমীক্ষার চালানো হয় এবং সেই সমীক্ষার ফলাফল সামনে আনা হয়। মার্কিন সমীক্ষক সংস্থা মর্নিং কনসাল্ট এই সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে এবং সেই সমীক্ষার ফলাফল তারা সামনে এনেছে। এমন সমীক্ষার পরিপ্রেক্ষিতে কোন নেতা সাধারণ মানুষদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তা জানতে মুখিয়ে রয়েছে বিশ্ব।

Advertisements

এর আগে এই ধরনের সমীক্ষা যতবার হয়েছে এবং সেই সকল সমীক্ষার ফলাফল যতবার সামনে এসেছে, তার অধিকাংশ সময়ই বাজিমাত করতে দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। আগামী কয়েক মাসের মধ্যে যখন ভারতে লোকসভা নির্বাচন ঠিক সেই সময় এমন সমীক্ষাকে ঘিরে দেশের মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। মানুষের মধ্যে কৌতূহল, আগের মতোই কি মোদি নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পারলেন এবার? এই কৌতূহল দূর করতে চলুন দেখে নেওয়া যাক সমীক্ষার ফলাফল।

Advertisements

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের যে সকল রাষ্ট্রনেতারা বারবার চর্চায় রয়েছেন তারা হলেন নরেন্দ্র মোদি, জো বাইডেন, জাস্টিন ট্রুডো, ঋষি সুনক, ইমানুয়েল ম্যাক্রোঁ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। মার্কিন ওই সংস্থার তরফ থেকে সম্প্রতি যে সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনেতা জো বাইডেন জনপ্রিয়তার এই তালিকায় রয়েছেন অষ্টম নম্বরে। তার থেকে আগে রয়েছেন বেলজিয়ামের রাষ্ট্রনেতা আলেকজান্ডার ডি ক্রো। নবম নম্বরে রয়েছেন স্পেনের রাষ্ট্রনেতা পেড্রো সানচেজ।

Advertisements

আরও পড়ুন ? চিনের ঘাড়ে ফেলবে নিঃশ্বাস! মোদির আমলে ভারতের GDP বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত দিল RBI

এবার যদি অন্যান্য রাষ্ট্র নেতাদের দিকে তাকানো যায় তাহলে মেক্সিকোর অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর ৬৬ শতাংশ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। সুইজারল্যান্ডের অ্যালেন বার্সেট এই তালিকায় ৫৮% ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। ব্রাজিলের রাষ্ট্রনেতা লুলাদা ডি সিলভা ৪৯ শতাংশ ভোট পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে। বাকি অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতা এন্থনী অ্যালবেনস ৪৭ শতাংশ ভোট পেয়েছেন পঞ্চম স্থানে, ইতালির রাষ্ট্রনেতা জর্জিয়া মেলনি ৪১ শতাংশ ভোট পেয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। কানাডার রাষ্ট্রনেতা জাস্টিন ট্রুডো মাত্র ১৩ শতাংশ ভোট পেয়ে রয়েছেন ১৩ নম্বর স্থানে। অন্যদিকে ব্রিটেনের ঋষি সুনক এবং ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ যথাক্রমে ২৫ এবং ২৪ শতাংশ ভোট পেয়ে রয়েছেন ১৭ এবং ১৮ নম্বর স্থানে।

এখন যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে তাকানো যায় তাহলে তিনি আগের মতো এবারও এই তালিকায় চমক দিয়েছেন। তিনি এই তালিকায় এবারও প্রথম স্থান অধিকার করেছেন এবং তার জনপ্রিয় তার ভোট হল ৭৬%। দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য জায়গাতেও মোদীর জনপ্রিয়তা যে ব্যাপক তা প্রমাণ করছে এই সমীক্ষা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মোদির ধারে কাছে নেই কোন রাষ্ট্রনেতা।

Advertisements