ভারতে রয়েছে এমন এক শহর, যাকে উল্টো লিখলেও সোজা দেখায়!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ের বহু কিছুই চোখের সামনে ঘটে চলে, তবে সেই ঘটে চলা সব ঘটনা নজরে আসে না। ঠিক সেই রকমই বিশ্বজুড়ে এমন কিছু জিনিস, নাম রয়েছে সেগুলি সত্যিই অদ্ভুত। যেগুলি অদ্ভুত হলেও আবার আমাদের কর্মব্যস্ত জীবনে সব সময় নজর কাড়ে না। তবে সেগুলি একবার আলোচনায় উঠে এলেই হয়ে ওঠে আকর্ষণীয়।

Advertisements

এই ধরনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা বেশ কিছু জিনিসের মধ্যে আবার রয়েছে কিছু সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্নোত্তর। কিছু কিছু রয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion), কিছু কিছু আবার রয়েছে নানান ধরনের ব্রেন টিজার (Brain Teaser)। সেরকমই একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি তুলে ধরা হয় তাহলে তার উত্তর দিতে হয়তো আপনাদের সময় লাগবে, তবে সেটি কিন্তু খুব সহজ। সেই প্রশ্নটি হল, ভারতের এমন একটি শহরের নাম বলুন যেটি বাংলা বা হিন্দিতে উল্টো লিখলেও সোজা দেখায়? তবে এই প্রশ্নের উত্তর জানার আগে আরও বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তাদের উত্তর সম্পর্কেও জেনে নেওয়া যাক।

Advertisements

১) মানুষের শরীরের কোন ধমনী ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়?
উত্তর : করোনারি ধমনী ব্লক হয়ে গেলে অক্সিজেন সরবরাহ হয় না আর তখনই হার্ট অ্যাটাক হয়।
২) কোন নদীর উপর রয়েছে ভারতের উচ্চতম তেহরি বাঁধ?
উত্তর : ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে রয়েছে তেহরি বাঁধ। যার উচ্চতা ২৬১ মিটার এবং দৈর্ঘ্য ৫৭৫ মিটার।
৩) দেশের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
উত্তর : আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট।

Advertisements

৪) ভাস্কো-ডা-গামা ভারতের কোন এলাকায় অবতরণ করেছিলেন?
উত্তর : পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে এসে ভারতের কালিকট বন্দরে অবতরণ করেছিলেন।
৫) সরষে উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে রয়েছে?
উত্তর : রাজস্থান।
৬) কোন মহাদেশে অবস্থিত বিখ্যাত ভিক্টোরিয়া হ্রদ?
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটি রয়েছে উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার সীমান্তে।
৭) মীরজাফর কখন বাংলার নবাব হয়েছিলেন?
উত্তর : পলাশীর যুদ্ধের পর মীরজাফর হয়েছিলেন বাংলার নবাব।

৮) ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন?
উত্তর : ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯৪৮ সালে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি সেই সময় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।
৯) ভারতের কোন শহরের নাম উল্টো অথবা সোজা যা করেই লেখা হোক না কেন একই দেখায়?
উত্তর : হাতের কাছেই রয়েছে সেই শহর। শহরটি হল উড়িষ্যার কটক। এই শহরের নাম বাংলা এবং হিন্দিতে সোজা অথবা উল্টো যায় করে লেখা হোক না কেন নাম ‘কটক’ই থাকে।

Advertisements