নিজস্ব প্রতিবেদন : গত কয়েকমাস ধরেই গাড়ি চালানোর ক্ষেত্রে একাধিক নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্র। এ সকল নিয়ম পরিবর্তন আনার পাশাপাশি নতুন নিয়মের সঙ্গে তালে তাল মেলাতে নানান সমস্যায় পড়তে হচ্ছে। তবে সমস্যায় পড়লেও এই সকল নিয়ম আনা হয়েছে মূলত যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদির দিকে তাকিয়ে।
গত কয়েক মাস আগেই টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে Fastag বাধ্যতামূলক করে কেন্দ্র। তবে সম্প্রতি সূত্র মারফত জানা যাচ্ছে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে এবার আরও পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন আসার ক্ষেত্রে অবশ্যই Fastag-ই ব্যবহৃত হবে। তবে যে নতুন নিয়ম আসছে তাতে গাড়িচালক অথবা গাড়িতে যাতায়াতকারীদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।
নতুন যে নিয়ম আসতে চলেছে বলে জানা যাচ্ছে, সেই নিয়ম অনুযায়ী এবার চালক অথবা যাত্রীদের জাতীয় সড়কে কিলোমিটার অনুযায়ী দিতে হবে। তবে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে এই প্রযুক্তি কেবলমাত্র ভারতে চালু হচ্ছে তা নয়। ইতিমধ্যেই এই ধরনের প্রযুক্তি চালু রয়েছে জার্মানি, রাশিয়া সহ বেশ কয়েকটি ইউরোপের দেশগুলিতে। সেই পদ্ধতি এবার ভারতে রুপায়ন করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।
বর্তমানে যে পদ্ধতিতে টোল ট্যাক্স আদায় করা হয়ে থাকে তাতে এক টোল ট্যাক্স থেকে অন্য এক টোল ট্যাক্সের দূরত্ব পর্যন্ত হিসাব করে টোল নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে কোন ব্যক্তি বা চালক যদি মাঝ পথে তার যাত্রা শেষ করে দেন তাতেও এক টোল ট্যাক্স থেকে অন্য এক টোল ট্যাক্সের খরচ বহন করতে হয়। সেক্ষেত্রে নতুন এই পদ্ধতি সাশ্রয়ী হবে বলেই মনে করা হচ্ছে।
এখন থেকেই কেন্দ্র সরকার স্যাটেলাইট নেভিগেশন পদ্ধতি ব্যবহার করে টোল ট্যাক্স আদায় করবে বলে ব্যবস্থাপনা গ্রহণ করছে। পাইলট প্রজেক্ট হিসাবে এই ব্যবস্থা ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় চালু হয়েছে। এই পদ্ধতির সফলতা এনে তা দেশের সর্বত্র চালু করা হবে বলে জানা যাচ্ছে। এই পদ্ধতি চালু হয়ে যাওয়ার পর কিলোমিটার অনুযায়ী টোল ট্যাক্স দিতে হবে গাড়ির চালক অথবা যাত্রীদের।