Ration Card: রেশন কার্ড নিয়ে দেশের মানুষকে বড়রকমের সুখবর দিল SC

বর্তমানে প্রায় ৮০ কোটি দেশবাসী রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের সুবিধা লাভ করে থাকে। বিশেষ করে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের খাদ্যের সুরক্ষা প্রদান করা হয় থেকে। সরকার সবসময় তৎপর থাকে দেশের মানুষ জনকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য। তাই সুপ্রিম কোর্টের উদ্যোগ রেশন ব্যবস্থায় আসছে বিশাল রকম পরিবর্তন। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড এর ব্যবস্থা চালু হয়েছে। যার হলে দেশের যেকোন প্রান্ত থেকে মানুষ নিজের রেশন সামগ্রী তুলতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা দেশের যেকোনো প্রান্ত থেকে রেশন ব্যবস্থার সুবিধা নিতে পারবে।

সম্প্রতি প্রায় ২৮.৮ কোটি পরিযায়ী শ্রমিক নিজেদের নাম ই- শ্রম পোর্টালে নথিভুক্ত করেছে। যদিও এখনো প্রায় ৮ কোটি শ্রমিকের নাম নথিভুক্ত হয়নি রেশন কার্ডে (Ration Card)। রিপোর্টটি সামনে আসার পর থেকেই নতুন নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এই নির্দেশিকা জারি করে বলেছে যে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সম্প্রতি বিষয়টি দেখছেন বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি আশানউদ্দিন আমানুল্লাহার। তারা নির্দেশ জারি করে বলেছেন যে, এইসব পরিচয় শ্রমিকরা যাতে রাজ্য সরকার এবং জাতীয় সুরক্ষা কমিশনের আওতায় সব রকম সুবিধা পেতে পারে সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। করোনার সময় দেখা গেছে যে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরে এসেছিল। যার ফলে সেই সময়ে তাদের বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।

মহামারীতে ভিন রাজ্যের শ্রমিকেরা নিজেদের রাজ্যে ফেরার পর কাজ এবং খাদ্য নিয়ে ব্যাপক সমস্যায় পরেছিলেন। পুরনো সমস্যার কথা মাথায় রেখেই এই দুই বিচারপতি নির্দেশিকা জারি করেছেন যে, এইসব শ্রমিকেরা যাতে প্রয়োজন মত খাদ্য সুরক্ষা আইনের আওতায় সব রকম সুবিধা পান সেগুলো খতিয়ে দেখতে হবে। জাতীয় খাদ্য সুরক্ষা কমিশন ও ই-শ্রম পোর্টালকে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে।

কেন্দ্রের একটি রিপোর্টের ভিত্তিতে বলা হয় যে, NFS এর আওতায় প্রায় ৭৮ কোটি উপভোক্তাকে আনা হয়েছে। কিন্তু তার মধ্যে এখনো ৮ কোটি শ্রমিকের কাছে রেশন কার্ড (Ration Card) নেই। এই প্রসঙ্গে শুনানি হওয়ার পর আদালত নির্দেশ দিয়েছিল যে, যেসব শ্রমিকেরা রেশন কার্ড পাননি তাদের রেশন কার্ড (Ration Card) পাইয়ে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির। আদালত নির্দেশ দিয়েছে যে, আগামী তিন মাসের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে দায়িত্ব নিয়ে ওইসব শ্রমিকদের রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে।