You will be forced to laugh at what a young man did to escape the bull’s butt: ষাঁড় নিয়ে ফেস্টিভ্যালের কথা সবাই কম বেশি জানি। স্পেনের সান ফার্মিন ফেস্টিভ্যালের কথা আশাকরি সবার মনে আছে? একমাত্র সেই উৎসবে স্পেনের বহু মানুষরা মেতে ওঠেন ষাঁড়ের সঙ্গে খেলায়। এই খেলার নিয়ম হলো একটি ঘেরা জায়গার মধ্যে ক্ষিপ্ত ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়। আর একদম ঠিক সেই সময় ভিতরে নিরস্ত্র অবস্থায় থাকেন বেশ কয়েক জন ব্যক্তি। সেইসব মানুষদের দেখেই ষাঁড় ছুটে যায় গুঁতোতে। ষাঁড়ের গুঁতো (Bull Attack) থেকে প্রাণ বাঁচাতে দৌড় লাগান ওই ব্যক্তিরা। তারা প্রাণপণ চেষ্টা করে ষাঁড়ের আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর। তা দেখে উল্লসিত হন উপস্থিত দর্শকরা।
এই ধরনের কোনো উৎসব ভারতে হয়তো হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো উস্কে দিয়েছে স্পেনের সান ফার্মিন ফেস্টিভ্যালের স্মৃতি। ষাঁড়ের গুঁতোকে (Bull Attack) মানুষ কতটা যে ভয় করে ভিডিও না দেখলে বোঝা যাবে না। বিশাল চেহারার ষাঁড় যদি আপনার পিছনে দৌড়ায় আপনিও ভয় পেয়ে যাবেন।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি আপলোড করা হয়েছিল ইনস্টাগ্রামে। রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়াতে। সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর দিয়ে যাচ্ছেন এক যুবক। পিছনে রয়েছে বিশাল চেহারার এক ষাঁড়। তার সিং দেখলে সত্যি ভয় করে ধরতে বাধ্য।
ষাঁড়ের গলায় বাঁধা রয়েছে এক দড়ি। বোঝাই যাচ্ছে ষাঁড়টি দড়ি ছিঁড়ে চলে এসেছে। দড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার উপর এক যুবককে তাড়া করে (Bull Attack) ষাঁড়টি। প্রাণের ভয়ে দৌড়তে থাকেন ওই যুবক। তার পর প্রাণ বাঁচাতে যুবকটি শেষমেশ উঠে পড়েন রাস্তার ধারে থাকা এক পোলে। কিন্তু সেখানেও নিস্তার নেই। সেখানেও তাঁকে গুঁতিয়ে দেওয়ার চেষ্টা করে ওই ষাঁড়। শেষে না পেরে রাস্তার ধারে মাঠের মধ্যে দিয়ে নেমে চলে যায়।
ষাঁড়ের আক্রমনের এই ঘটনার ভিডিয়োই ইনস্টাগ্রামে দেখা হয়েছে ৭০ লক্ষ বারেরও বেশি। ভিডিওটি দেখে সত্যি শিউরে উঠছেন নেটিজেনরা। তবে ঘটনাটি আসলে কোথায় ঘটেছে, এ ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য এখনো পাওয়া যায়নি।