West Bengal PSC Recruitment: শুরুতেই বেতন ৩২ হাজার টাকা, বিপুল সংখ্যায় নিয়োগ করতে চলেছে মৎস্য দপ্তর

There is going to be a huge number of recruitment in West Bengal PSC: নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ করবে সরকার। ১৫ ই এপ্রিল ২০২৪ এ কাজের ধরন ও শূন্য পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করেছে মৎস্য দপ্তর। আগ্রহী চাকরিপ্রার্থীদের সত্বর আবেদন পত্র জমা দিতে বলা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। খুব শীঘ্রই আবেদনের ফর্ম ছাড়া হবে অনলাইনে।

কাজের ধরন

পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal PSC Recruitment) অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসার্চ এন্ড ফিশিং হারবার ও ফিসারিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, ফিশারি এক্সটেনশন অফিসার ফিসারি সুপারভাইজার ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্য পদ

মৎস্য দপ্তরের বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে কর্মী নিয়োগের (West Bengal PSC Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সবগুলি পদ মিলিয়ে মোট ৮১ টি শুন্য পদের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

যোগ্যতা

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারী সাইন্সের স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে আবেদনকারীকে। বলতে, পড়তে ও লিখতে জানতে হবে বাংলা ও নেপালি ভাষা। পশ্চিমবঙ্গের বিভিন্ন মৎস্য ক্ষেত্রগুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসিরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। আবেদনপত্রের সাথে বয়সের প্রমাণপত্র জমা করতে হবে আবেদনকারীকে।

বেতন

রাজ্য সরকার বর্তমান রেপো রেট অনুযায়ী বেতন দেবে কর্মীদের। অর্থাৎ এই বিভাগে চাকরি পেলে প্রথম মাস থেকেই বেতন হবে ৩২১০০ টাকা। পরবর্তীতে যা বেড়ে হবে ৮২৯০০ টাকা। তবে এর সাথে কোন উপরি ভাতা যোগ হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি রাজ্য সরকার।

আরও পড়ুন 👉 Asit Kumar Mal Net Worth: সাংসদ হয়েই বেড়েছে রোজগার! বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল কত টাকার মালিক

নিয়োগ পদ্ধতি

পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই পরীক্ষায় কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারীকে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে মৎস্য দপ্তরে। আবেদনকারীর সংখ্যা অতিরিক্ত হলে স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা করবে পিএসসি (West Bengal PSC Recruitment) কর্তৃপক্ষ।

আবেদন পদ্ধতি

২২ শে এপ্রিল ২০২৪ থেকে ১৫ ই মে অব্দি আবেদন পত্র জমা নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে পিএসসির (West Bengal PSC Recruitment) অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পত্রের লিংক পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে উল্লেখিত প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে আবেদনকারীকে। আবেদন করার ফিজ বাবদ ধার্য করা হয়েছে ১৬০ টাকা। এসসি, এসটি দের ক্ষেত্রে কোন ফিজ জমা দিতে হবে না।