Train Cancelled: ১৪ ট্রেন বাতিল, ১৩ ট্রেনের রুট বদল! ১৫ দিন রেল পরিষেবায় ভোগান্তি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কম খরচ, কম সময়ে এবং স্বাচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য দেশের অধিকাংশ মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে থাকেন। দেশের সাধারণ মানুষদের ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভরশীলতা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ বিভিন্ন ট্রেনে যাতায়াত করে থাকেন। রেলের তরফ থেকে যেমন পরিষেবা দেওয়া হয় ঠিক সেই রকমই রক্ষণাবেক্ষণের কারণে বহু সময় বিভিন্ন ট্রেন বাতিল (Train Cancelled) রাখতেও হয়।

ঠিক সেই রকমই এবার রক্ষণাবেক্ষণের কারণে টানা ১৫ দিন বাতিল থাকবে ১৪টি ট্রেন, ১৩টি ট্রেনের রুট বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। দক্ষিণ-পূর্ব রেলের এই সকল ট্রেন বাতিল করা হয়েছে এবং রুট পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া রেল স্টেশনের ১৫ নম্বর প্লাটফর্মের রক্ষণাবেক্ষণের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ নম্বর প্লাটফর্মের ট্র্যাক মেরামত করা থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ সহ অন্যান্য যে সকল ভুল ত্রুটি রয়েছে সব সংশোধন করা হবে।

রেলের তরফ থেকে এমন কাজ চালানোর সময় বিপুল সংখ্যক ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে এইসব ট্রেন। এই কাজ চলাকালীন বহুযাত্রীকে অসুবিধার সম্মুখীন হতে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে রেলের তরফ থেকে যতটা সম্ভব রুট পরিবর্তন করেও অনেক ট্রেন চালানো হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বাতিল ট্রেন এবং রুট পরিবর্তন করা ট্রেনের তালিকা।

আরও পড়ুন 👉 Howrah Junction New Achievement: হাওড়া রেল স্টেশনের বড় প্রাপ্তি! জানলে আপনিও গর্বিত হবেন

বাতিল ট্রেনের তালিকা : ৩৮৪২১, ৩৮৪২৫, ৩৮৪৩৫, ৩৮৪৪১, ৩৮৩১৭, ৩৮৪৪৯, ৩৮৪৫১। এই সাতটি ট্রেন হল হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল। একই ভাবে বাতিল থাকছে ৩৮৩০৩ হাওড়া মেচেদা লোকাল। বাতিল থাকছে ৩৮৩০৮, ৩৮৩১২ দু’টি মেচেদা-হাওড়া লোকাল। বাতিল থাকছে ৩৮৪৩৬, ৩৮৪৪০, ৩৮৪৫০, ৩৮৪৫৬ চারটি পাঁশকুড়া-হাওড়া লোকাল।

যাত্রাপথ বদল করা ট্রেনের তালিকা : রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ৩৮৩০৬ মেচেদা-হাওড়া লোকাল, ৩৮৪১২, ৩৮৪১৪, ৩৮৪১৮, ৩৮৪২২, ৩৮৪০৮ পাঁশকুড়া-হাওড়া লোকাল, ৩৮১০৪ উলুবেড়িয়া-হাওড়া লোকাল, ৩৮৮০৮মেদিনীপুর-হাওড়া, ১৮০৩৪ ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস হাওড়া রেল স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি অবধি চলবে। অন্যদিকে ৩৮৪০৩, ৩৮৪০৯, ৩৮৪১৭ হাওড়া-পাঁশকুড়া লোকাল এবং ৩৮১০৩, ৩৮১০৫ হাওড়া-উলুবেড়িয়া লোকাল হাওড়া রেল স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি থেকে ছাড়বে।