UPI Used Country: বড় জয় ভারতের! শ্রীলঙ্কা, মরিসাস ছাড়াও এই ৬ দেশে হবে UPI লেনদেন

নিজস্ব প্রতিবেদন : UPI অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আসার পর আর্থিক লেনদেনের দুনিয়ায় যুগান্তকারী পরিবর্তন এসে গিয়েছে। এখন সহজেই মোবাইল নম্বর থেকে শুরু করে কিউআর কোড স্ক্যান করে সহজেই টাকা পয়সা লেনদেন করা যায়। এই ব্যবস্থা কেবলমাত্র ভারতীয়রা ভারতেই এতদিন ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশে এই পরিষেবা পৌঁছে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ইউপিআই পরিষেবা (UPI Used Country) পৌঁছে যাওয়া ভারতের বড় জয় বলেই মনে করা হচ্ছে।

ভারতের ইউপিআই এখন কোন কোন দেশে ব্যবহার করা যাবে?

১) ভারতের ইউপিআই এখন ব্যবহার করা যায় ভারতের প্রতিবেশী দেশ ভুটানে। এনসিপি আই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং ভুটানের রয়েল মনিটারি অথরিটি ২০২১ সালের ১৩ জুলাই থেকে BHIM ইউপিআই ভুটানে চালু করা হয়। এর ফলে BHIM ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করেই লেনদেন করা যায় ভুটানে।

২) ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ওমান নিজেদের মধ্যে চুক্তি করে BHIM ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে আর্থিক লেনদেন চালু করা হয় ২০২২ সালের ৪ অক্টোবর। এর ফলে এখন ভারতীয়রা ওই দেশে গিয়েও ইউপিআই অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

৩) মরিশাসেও এখন ইউপিআই অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবেন ভারতীয় পর্যটকরা। সম্প্রতি এই পরিসেবা চালু করা হয়েছে। ফলে ভারতীয় পর্যটকদের অনেক সুবিধা হবে।

৪) শ্রীলঙ্কাতেও এখন চালু হয়ে গিয়েছে ইউপিআই অ্যাপ মারফত কিউআর কোড স্ক্যান করে টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা। ভারত থেকে প্রতিদিন প্রচুর পর্যটক শ্রীলঙ্কা বেড়াতে যান। এক্ষেত্রে যারা বেড়াতে যাচ্ছেন তারা খুব সহজেই টাকা-পয়সা লেনদেন করতে পারবেন।

আরও পড়ুন 👉 UPI Payment System: UPI পেমেন্টের নিয়মে বদল! এবার দু’মিনিটে মিলবে টাকা ফেরত, কীভাবে চলুন দেখে নেওয়া যাক

৫) নেপালে ব্যবহার করা মোবাইল ব্যাংকিংয়ে ইউপিআই আইডি দিয়ে টাকা লেনদেন করতে পারবেন ভারতীয়রা। অনেক আগেই এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে।

৬) প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার এখন ভারতের ইউপিআই মারফত পরিষেবা প্রদান করা শুরু করে দিয়েছে। এই পরিষেবা শুরু হয়েছে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি।

অন্যদিকে এই ৬টি দেশ ছাড়াও আগামী দিনে আরও ১০টি দেশে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে লেনদেন চালু হবে। এই বিষয়ে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে। যে সকল দেশে খুব তাড়াতাড়ি এমন পরিষেবা চালু হতে চলেছে সেগুলি হল মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান এবং হংকং ইত্যাদি।