Weather Update South Bengal: ৫০ কিমি বেগে ঝড়, বীরভূম সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় তুমুল বৃষ্টি, জারি হলুদ সর্তকতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের (IMD) তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। রবিবার থেকে আবহাওয়াই এমন আমূল পরিবর্তন আসবে বলেই জানানো হয়েছিল। হাওয়া অফিসের সেই পূর্বাভাসকে সত্যি করেই রবিবার থেকে বদলে যায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশের রূপ। ধীরে ধীরে কালো মেঘে ঢাকা পড়ে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় টিপটাপ বৃষ্টি।

Advertisements

রবিবার সেই ভাবে ঝোড়ো হাওয়ার দেখা দক্ষিণবঙ্গের না মিললেও রাত গড়াতেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। প্রায় সারা রাত ধরেই দক্ষিণবঙ্গের বীরভূম সহ বেশ কিছু জেলা বৃষ্টির মুখোমুখি হয়। অন্যদিকে রবিবারের পাশাপাশি একই পরিস্থিতি সোমবারও বজায় থাকবে বলে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের (Weather Update South Bengal) জন্য পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম সহ ৬ জেলায় এমন পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং ঘূর্ণাবর্তের অবস্থানের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতির দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কেননা সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ আগের তুলনায় বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Justice Abhijit Gangopadhyay: শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, এই ৩ বিচারপতিও বেছে নিয়েছিলেন রাজনীতি

দক্ষিণবঙ্গের যে সকল জেলাগুলির ক্ষেত্রে এমন আশঙ্কা করা হচ্ছে সেই সকল জেলাগুলি হল বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই ছয়টি জেলায় অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়াও এই সকল জেলায় ঝড়ের গতিবেগ অপেক্ষাকৃত বেশি থাকবে। তবে বাঁকুড়ার কোনো কোনো জায়গায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত আবহাওয়ার এমন পরিস্থিতি থাকার পর মঙ্গলবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। তবে এরপর আর দক্ষিণবঙ্গে শীতের প্রত্যাবর্তন কোনোভাবেই দেখা যাবে না। ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। যদিও পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায়।

Advertisements